অধ্যাপক যতীন সরকারের ৮৩তম জন্মদিন আজ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ১৮, ২০১৮

দেশের বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক যতীন সরকারের ৮৩তম জন্মদিন আজ শনিবার। বয়সে বৃদ্ধ হলেও চিন্তা, চেতনা ও কর্মে এখনও তরুণ তিনি।

তার জন্মদিন উপলক্ষে নেত্রকোনা জেলা শহরের দক্ষিণ সাতপাই রামকৃষ্ণ মিশন রোডের বানপ্রস্থে নানা অনুষ্ঠানের আয়োজন করে যতীন সরকারের ৮৩তম জন্মদিন উদযাপন পর্ষদ। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হয়। জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, কবিতা ও ছড়া পাঠের আসর বসে।

মৌলবাদ, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে যতীন সরকার তীব্র প্রতিবাদী একজন লেখক। বরেন্য এ শিক্ষাবিদ জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী কানন সরকার। তাদের দুটি সন্তান। ছেলে সুমন সরকার চিকিৎসক এবং মেয়ে সুদীপ্তা সরকার যুগ্ম জেলা জজ হিসেবে কর্মরত।

যতীন সরকার ১৯৬৪ সালে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে অধ্যাপনায় যোগদান করেন। ‘পাকিস্তানের জন্মমৃত্যু দর্শন’সহ তিনি ৬০টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। তিনি ২০০৭ সালে স্বাধীনতা ও ২০১০ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।