অনুমোদন পেল আরো দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ১৮, ২০১৮

দেশে আরও দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আনুমোদন দিয়েছে সরকার । এই নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৯৯ এ। অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলো হলো, খুলনা খান বাহাদুর আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে আছেন ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম । ২৩টি শর্তে এই দুটি বিশ্ববিদ্যালয়ের আনুমোদন দিয়েছে সরকার।

জানা গেছে, আরও আটটি বিশ্ববিদ্যালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এদিকে মানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে শিক্ষা-বাণিজ্যের অভিযোগ রয়েছে। স্থায়ী ক্যাম্পাস বাধ্যতামূলক থাকলেও সরকারের ছয় দফা সময় দেয়ার পরও ৩৩টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যম্পাসে যেতে পারেনি।