অভিবাসী ফিলিস্তিনি কবি নাথালি হান্দালের কবিতা

প্রকাশিত : ডিসেম্বর ০৯, ২০১৮

ঈসা (আ.) যে বেথলেহেমে জন্মেছিলেন, সেই পবিত্রভূমির সন্তান নাথালি হান্দাল। যুক্তরাষ্ট্র অভিবাসী ফিলিস্তিনি এই কবি ফ্রান্স ও লাতিন আমেরিকায় বেড়ে উঠেছেন, পড়াশোনা করেছেন যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তার তিনটি ছোট ছোট কবিতা কবিতা Gaza, The Gazans এবং Tiny Feet এর বাংলা অনুবাদ করেছেন সাঈফ ইবনে রফিক।

গাজা

একদা এক ছোট্ট উপত্যকায়
কালো গর্তগুলো হৃদয় গিলে ফেলছে।
আর একশিশু আরেকটাকে বলল,
দম ছেড়ে দাও বন্ধু;
যখন আর স্বপ্নভূমিতে
রাতের বাতাস থাকছেই না।

গাজাবাসী

বেঁচে থাকার আগেই মরেছি আমি
একদা কবরের মধ্যেই থাকতাম।
এখন শুনলাম, সব মৃত্যু ধরে রাখার জন্য
এটা যথেষ্ট নয়।

ছোট পা

এক মা আরেকজনের দিকে তাকালেন।
চারপাশে ছোট ছোট মৃতদেহ
পোড়া বা অঙ্গছেদে
ছড়ানো ছিটানো লাশের সাগর।
মা প্রশ্ন ছুড়লেন,
বলো কিভাবে আমরা শোক পালন করবো?