আফজাল শরীফকে বিশ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০১৮

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আফজাল শরীফকে চিকিৎসার জন্য বিশ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার তার হাতে চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

আফজাল শরীফ গণমাধ্যমকে বলেন, “দুপুর ১২টার দিকে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাই। সেখানে যাওয়ার পর প্রধানমন্ত্রী এক নজর দেখেই আমাকে চিনে ফেলেন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এরপর তিনি আমার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।”ৎ

তিনি আরো বলেন, “আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পীদের পাশে সব সময়ই দাঁড়িয়েছেন। আমি আশা করছি, আমার পাশেও থাকবেন। আমি আবার আগের মতো অভিনয় করতে চাই। ভালো থাকতে চাই।”

উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা দীর্ঘদিন ধরেই মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছিলেন। নিয়মিত থেরাফিও তিনি নিচ্ছিলেন। কিন্তু কিছুদিন হলো তার শারীরিক অবস্থার অবনতি হয়।

১৩ সেপ্টেম্বর শিল্পী ঐক্য জোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং নাট্যনির্মাতা জিএম সৈকতের মাধ্যমে আফজাল শরীফ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। আবেদনের ছয়দিন পরেই আজ তিনি অনুদান পেলেন।