আবারো অসুস্থ কাজী হায়াত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ০৮, ২০১৮

দীর্ঘ কয়েক বছর ধরেই হার্ট ও শরীরের বিভিন্ন অসুখে ভুগছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক কাজী হায়াৎ। মাঝে চিকিৎসাজনিত কারণে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে উন্নত চিকিৎসা করা হয় তার। বর্তমানে তার শারীরিক অবস্থা আবারো খারাপ হয়েছে বলে জানান তিনি। গতকাল কাজী হায়াত বলেন, বেশ কয়েকদিন ধরে আবারো শরীরে ব্লাড সার্কুলেশনের সমস্যা দেখা দিয়েছে আমার। এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। ব্লকও ধরা পড়েছে। এজন্য আবারো জরুরিভাবে একটি বাইপাস সার্জারি করাতে হবে।

 

ডাক্তারের পরামর্শ নিয়ে জানলাম যে, এই সার্জারিটা করতে হবে জাপান বা আমেরিকায়। সিঙ্গাপুরেও করা যায় তবে সেটা আরো অনেক বেশি ব্যয়বহুল। আমি আমেরিকায় এর চিকিৎসা করাতে চাই। চিকিৎসা করাতে পঁয়ত্রিশ হাজার আমেরিকান ডলার লাগবে আমার। এজন্য রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। জানা গেছে, ২০০৪ সালে হার্টে দুটি রিং বসানো হয়েছিল প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার। এরপর ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করা হয় কাজী হায়াতের। এরপর গত বছরের জানুয়ারিতে পুনরায় হার্টে সমস্যা দেখা দিলে বরেণ্য এই নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন। তারপর চলতি বছর প্রধানমন্ত্রীর নিকট থেকে ১০ লাখ টাকা অনুদান পান কাজী হায়াৎ। কাজী হায়াত বর্তমানে ‘বীর’ নামে একটি ছবির কাজ হাতে নিয়েছেন। এ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করবেন শাকিব খান। এ ছবিতে সহ-প্রযোজনা করছেন এমডি ইকবাল। জানুয়ারিতে এ ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে।