আমার রোজা

অতনু সিংহ

প্রকাশিত : জুন ০১, ২০১৮

ত্যাগ, সংযম আর ধৈর্য অনুশীলনের প্রতি শ্রদ্ধায় এবং আত্মজগতে পড়শিকে বা অপরকে ধারণ করতে আমি এক অজ্ঞেয়বাদী আজ রোজা রাখছি। এই রোজা রাখার সিদ্ধান্ত ইসলামিক প্রাতিষ্ঠানিকতার ছত্রছায়ায় আমার আশ্রয় প্রার্থনা নয়, কারণ আমি তো বিশ্বাস-অবিশ্বাস স্কুলিংয়ের বাইরের মানুষ। তাই আমি যেমন মুসলিম নই, তেমনই হিন্দুও নই, আমি বজ্রযানী তন্ত্র অনুসারী নই। মহাযানী বা হীনযানিও নই। শাক্ত বা শৈব নই। চিস্তিয়া শিয়া-সুন্নি-আহমদিয়ার ফারাক নিয়ে আমার মাথাব্যথা নাই। আমার আগ্রহে গৌড়িয় স্বারস্বত বৈষ্ণব নাই, আমি খ্রিস্টান বা জিউ নই, অন্য কিছু নই, এমনকি নাস্তিকও নই। আমার রোজা সেই অজ্ঞেয়বাদীর যে ধর্মকে প্রতিষ্ঠানের বদলে বিশ্বাসের সামাজিক-রাজনৈতিক ইতিহাসের পরম্পরায় মানুষের যাপনের মধ্যে থেকে বিচার বিশ্লেষণ করে, এবং সেই বিশ্লেষণের কেন্দ্র-পরিধি জুড়ে থাকে রাজনীতি। যে রাজনীতি হকের, সমবণ্টনের, অধিকার অর্জনের এবং সম্প্রীতি ও সহাবস্থানের। রোজা মানে উপোস নয় শুধু, বরং নিজের অন্তঃপুরের গহীনে নিজেরই প্রার্থনা ও প্রত্যয়ের এক নির্মাণ রাজনীতি।

আমি রোজা রাখছি অসহিষ্ণু সমাজের বিরোধিতায়। আমি রোজা রাখছি সেই সমাজ থেকে যে সমাজে ঢুকে পড়েছে ভাষিক ও ধর্মীয় আধিপত্যবাদীরা। যেখানে রেলের কামরায় আররি শব্দযুক্ত নাম থেকে কোনো এক ছেলের ধর্মীয় পরিচিতি জেনে নেয়ার পর তার রাষ্ট্রভক্তির পরীক্ষা নেয়া হয় এবং প্রকাশ্যে শারীরিকভাবে তাকে লাঞ্চিত করা হয়। আমি রোজা রাখছি আসানসোলের ঈমামের খুন হওয়া পুত্রের শোকে ও স্মৃতিচারণায়। আমি রোজা রাখছি আমার ভাষা, সংস্কৃতি ও জাতীয় পরিসরের ওপর বিজাতীয়ের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে আসন্ন গণপ্রতিরোধের সম্ভাবনার বাস্তবায়নের স্বপ্নে ও মুখরতায়। আমি রোজা রাখছি আইসিস হিংস্রতার বিরোধিতায়। আমার রোজা ইসলামোফোবিয়ার প্রতি আমার একান্ত রাজনৈতিক বিরোধিতার নমুনাও বটে। আমি রোজা রাখছি সব জায়গার সকল প্রকার সংখ্যলঘুর দিনযাপনের সাথে সংহতিজ্ঞাপনে। আমি রোজা রাখছি ভোগবাদের বিরুদ্ধে। আমি রোজা রাখছি ইফতারের নামে খাদ্যবৈভবের ধর্মীয় ভোগবাদের প্রতি তীব্র নিন্দায়। আমি রোজা রাখছি ক্ষুধার সঙ্গে নিত্য সংগ্রাম করেন যারা, তাদের প্রতি সংহতিতে।

আমার রোজা আমার মাটিতে ফসল ফলানো সকল রোজাদারের সঙ্গে একাত্ম হওয়ার ক্ষুদ্র প্রতীক। আমার রোজা সাম্য ও তার সংগ্রামের প্রার্থনা ও প্রত্যয় থেকে। আমি রোজা রাখছি প্রেমের প্রতিদানে, ফকিরিয়ানায়, কবিতার কসমে! হ্যাঁ, আমি বেদ বিরোধী। সালাফি বিরোধী। আমি একজন অজ্ঞেয়বাদী বাঙালি। আমি মানুষ। আমি কবিতা লিখি। আমি প্রেমে পড়ি। ভালোবাসতে জানি। আমার মানবিক প্রবৃত্তিগুলি প্রকৃতিজাত স্বাভাবিক সকল মানুষের মতোই। শুভ রমজান।

লেখক: কবি, পশ্চিমবঙ্গ