আসলে কি আমরা নির্ভেজাল পর্দা করতে পারি?

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

প্রকাশিত : অক্টোবর ১৪, ২০১৮

বইয়ের নাম দেখে মনে হচ্ছে কোন সাধারন গল্প বা উপন্যাসের বই কিন্তু মোটেও তা নয়। সম্মানিত লেখক ইসলামে পর্দার যথাযথ বিধানকে কাহিনীর মোড়কে অত্যন্ত সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন।

কুরআন ও হাদিসের আলোকে নারীর পর্দা সম্পর্কে বিধানগুলো ব্যখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। মুখ খোলা পর্দা বিষয়ে যে মতবিরোধ রয়েছে আলেম-ওলামাগণের মধ্যে, সে বিষয়েও সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে।

প্রত্যেক মুসলিম ভাই-বোনদের অবশ্যই পঠনীয় একটা বই। অন্যদেরও যাদের ইসলামে নারীর অধিকার এবং পর্দার বিষয়ে ভ্রান্ত ধারণা রয়েছে, তারা এই বই পড়লে সেসব ধারণা সম্পর্কে পরিস্কার হতে পারবেন, আশা করা যায়।

নারী, মহান আল্লাহর সৃষ্ট এক রত্ন যেই রত্নের আভায় ঝিলিক দিয়ে যায় পুরো মানবজাতি। স্রষ্টা তার এই সৃষ্টিকে এতইটাই মহিমান্বিত করেছেন যে পুরো মানবসমাজ কে যুগের পর যুগ ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যে তার হাতেই দিয়েছেন। বুক ভরা ভালোবাসা ও মমতা এই নারী ভাগ ভাগ করে গোটা সমাজ টায় বিলিয়ে দিচ্ছে।

অথচ স্রষ্টার এই ফুলের পাপড়িতে বিষ ঢেলে দেয়ার জন্য তৎপর এক অন্ধকার মহল, যাদের থেকে রেহাই পাচ্ছেনা কোনো নারী, ধর্ষণ ইভটিজিং থেকে শুরু করে আরো অভিনব পন্থায় তারা নারী জাতির মান সম্মান মর্যাদা কে মাটিতে মিশিয়ে দিচ্ছে ধীরে ধীরে। এমনকি অনেক কট্টর নারীবাদী রাও!

সারা নামের মেয়েটি কানয দ্বীপের বাসিন্দা, মেয়েটি ছিল সবার থেকে অন্যরকম, ভিন্ন প্রকৃতির। একদিন মেয়েটির সাথে দেখা হয় আরো দুজন মেয়ের, মিহা এবং উরাইয। যে দুজন এক ভ্রান্ত ধারণার মধ্যে পতিত ছিল কিন্তু সারা তাদের সেই ভ্রান্ত ধারণা দূর করে দেয় চমৎকার ভাষায় এবং দৃঢ় ইমানের বলীয়ানে। তাদের মধ্যে যে কথোপকথন তাই এই ইসলামি সাহিত্যের উপজীব্য।

তাদের মাঝে এমন কিছু কথা হয় যা আমাদের সমাজে বিপুল সংখ্যক মানুষ এক ই ধ্যান ধারণা পোষণ করে কিন্তু তারা জানেওনা, তারা যে ইসলাম হতে অনেক বিচ্যুত।

পর্দা, আমরা সবাই কম বেশি জানি পর্দা কি? কেন পরতে হয়, অনেকে মানিও। কিন্তু আসলে কি আমরা নির্ভেজাল পর্দা করতে পারি?  যতটুকু করি তা কি তাতে কি আল্লাহর বিধান মানা হয়?

আজকের সমাজের বিশেষ এক প্রকার ট্রেন্ড হিসেবে পর্দাকে বেছে নেই, সাথে ইসলামটাও হয়ে গেলো যেনো একের ভেতর দুই।

লেখক এই বইতে এমন কিছু তুলে ধরেছেন যা আমরা এতদিন হয়তো জানতাম ও না, শুধু তুলেই ধরেন নি শক্ত দলিল দিয়ে নিজ অবস্থান পরিষ্কার করেছেন। এমন এক কঠিন বই গল্পের ছলে পাঠক কে উপহার দেয়ার জন্য লেখক এবং বিশেষ করে হুদহুদ প্রকাশন কে একটা ধন্যবাদ দেয়াই যায়।

চমৎকার এই বইটি বিশেষ করে সেইসব মুসলিম বোন দের জন্য যারা ইসলামকে ভালোবাসে এবং বিধি বিধান গুলো মানতে চায়, অথবা অজ্ঞতার জন্য সঠিক ভাবে পেরে উঠেন না। মুসলিম উম্মাহর হিদায়াতের কিছু দিক নির্দেশনা এই বইটিতেই হয়তো পাওয়া যেতে পারে।

একুশে বইমেলা ২০১৮