এইচএসসির ফল প্রকাশিত হবে ১৯ জুলাই

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ০৬, ২০১৮

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে ১৯ জুলাই। ওদিন সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেবেন।

এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে বৃহস্পতিবার এতথ্য জানা গেছে।

সূত্র জানায়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষার ফল ১৯ জুলাই দুপুরে সংবাদ সম্মেলনের পর থেকে পাওয়া যাবে।
 
দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব মেইল) এবং এসএমএস এর মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে।
 
এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল। দশ বোর্ডে এবার মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১৪ মে।