কাজী হায়াৎ যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসাধীন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১৩, ২০১৮

খ্যাতনামা চিত্রনির্মাতা কাজী হায়াৎ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবরটি জানিয়েছেন তার ছেলে অভিনেতা কাজী মারুফ।

ফেসবুক পোস্টে মারুখ লেখেন, চিকিৎসক শর্মার অধীনে স্থানীয় মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি আছেন কাজী হায়াৎ। সেখানে তার হৃদপিণ্ডের ধমনীতে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। এর আগে ২০০৫ সালে ঢাকায় কাজী হায়াতের ওপেন হার্ট সার্জারি হয়। ওই সময়কার চিকিৎসক জাহাঙ্গীর কবিরকেও আমি ধন্যবাদ জানাই।

দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছেন কাজী হায়াৎ। সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে দশ লাখ টাকার অনুদান পান তিনি। সেসময়ে কাজী হায়াৎ গণমাধ্যমকে জানিয়েছিলেন, ২০০৪ সালে তার হার্টে চারটা রিং পরানো হয়। রিং ফেল করার পরে ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করানো হয়। সম্প্রতি হার্টে ব্লক ধরা পড়ে।

কাজী হায়াৎ পরিচালিত সর্বশেষ সিনেমা ‘ছিন্নমূল’ মুক্তি পায় ২০১৬ সালে। সম্প্রতি শাকিব খান ও শবনম বুবলিকে নিয়ে ‘আমার স্বপ্ন আমার দেশ’ নামের সিনেমার ঘোষণা দিয়েছেন গুণী এ পরিচালক।

কাজী হায়াৎ ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। ১৯৭৬-১৯৭৭ সালে বিখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সঙ্গে ‘সীমানা পেরিয়ে’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ ছবিটি পরিচালনার মধ্যে দিয়ে পূর্ণ-পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

কাজী হায়াৎ অর্ধশতাধিক চলচ্চিত্র পরিচালনা করেছেন। আন্তর্জাতিক, জাতীয় ও অন্যান্য চলচ্চিত্র পুরস্কারসহ সর্বমোট ৭৩টি চলচ্চিত্র পুরস্কার তিনি লাভ করেছেন।