কারে কমু সেই কথাটা গোপনে

প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০১৮

কারে কমু সেই কথাটা গোপনে,
চোর লুকিয়েছে আমার আস্তিনে

আকাশ থেকে পালিয়ে নেমে
সিঁড়ি ভেঙে জমিনে—
রঙ আর কান্নার দুনিয়ায়
চোর লুকিয়েছে আমার আস্তিনে।
কারে কমু সেই কথাটা গোপনে,
চোর লুকিয়েছে আমার আস্তিনে

মুসলমান আগুনে ডরায়
হিন্দু ডরায় মাটির কবরে
ডরাইয়া ডরাইয়া দুই দলই
শান দেয় ওদের লাঠিতে।
কারে কমু সেই কথাটা গোপনে,
চোর লুকিয়েছে আমার আস্তিনে

রামদাস আর ফতেহ মুহাম্মদ
ঘুম ভেঙে একসাথে
ক্ষেপে গেলেই দাঙ্গা থামে।
কারে কমু সেই কথাটা গোপনে,
চোর লুকিয়েছে আমার আস্তিনে।

কালো আকাশ রঙিন করে
ঘুড়ি হয়ে উড়ছেন এনায়েত শাহ
লাহোরে তিনি ওঠেন-নামেন—
কারে কমু সেই কথাটা গোপনে,
চোর লুকিয়েছে আমার আস্তিনে।

বিশ্বাস করেছেন যিনি,
শুধু তিনিই জানেন।
রঙ নিয়ে নাগরিক ঝগড়া থামে
বুল্লেহ শাহ ঢুকলে শহরে।
কারে কমু সেই কথাটা গোপনে,
চোর লুকিয়েছে আমার আস্তিনে।

পাঞ্জাবের সাধক Bulleh Shah`র জনপ্রিয় গান Meri Bukkal De Vich Chor Ni‘র বাংলা তরজমা করেছেন সাঈফ ইবনে রফিক। বহুল জনপ্রিয় এ গানটি কিংবদন্তি শিল্পী Nusrat Fateh Ali Khan এবং Abida Parveen দুজনই গেয়েছেন।