‘কালো মানুষের কারনামা’ বিশ্বাস না হারানোর গল্প

রওশন আরা মুক্তা

প্রকাশিত : মার্চ ০৩, ২০১৮

পড়লাম রহিমা আফরোজ মুন্নীর প্রথম উপন্যাস, কালো মানুষের কারনামা। একটানা বলে যাওয়া এক বালিকার বড় হওয়ার, মরতে মরতে বেঁচে থাকার আকুতির বয়ান; ঘৃণা, জিঘাংসা-লালসার শিকারর, তবুও প্রেমের প্রতি বিশ্বাস না হারানোর গল্প এটি। কীভাবে কপট দুনিয়াদারির সবক`টি পথ একটি মেয়েশিশুর যোনির ভিতরে ঢুকে পড়তে চায়, পত্রিকার পাতায় তো প্রতিদিনই তার খবর পড়তে পারা যায়। তবে এ উপন্যাসে গল্পটা পরিষ্কার লেখা। কোনো রকম ভণিতা ছাড়া।

যদিও ফিকশন, তবে মিথ্যা নয় এক অক্ষর; দুইটা লাইন জাহানের জন্য সত্য হলে তিনটা লাইন জেরিনের জন্য সত্য, অন্য পাঁচটা লাইন হয়তো দেখা যাবে জুবাইদার জন্য সত্য। কারো না কারো জন্য তা সত্যই, মিথ্যা না। বালিকার গল্প বলে শুধু মেয়েরাই পড়বে এমন না, যারা পড়েন তেমন সব মা-বাবার পড়া উচিত উপন্যাসটি।

মুন্নীকে শ্রদ্ধা জানাই, সে লিখতে পেরেছে বলে। সাথে এটাও বলি; ময়লা পরিষ্কার করতে গিয়ে গায়ে কিছু ময়লা লাগতে পারে, এ ভেবে আবর্জনার ভিতরে নাক মুখ চেপে বসে থাকার কিছু নাই। এই সরল সত্যটা তুমিও নিশ্চয়ই জানো (নাহলে এই কারনামা লিখতে পারতা না) নিয়মিত সুগন্ধি সাবান দিয়ে গোসল করার তৌফিক আল্লাহ সবাইকে দেন না। তোমার তা আছে। সব সময় এমন শক্তিমান গদ্য চাই। আরও উপন্যাস চাই। শুভ কামনা।

একুশে বইমেলা ২০১৮