গাঁজা সেবনে কী কী ক্ষতি, জেনে নিন

রোজ মোরশেদ

প্রকাশিত : জুন ১৭, ২০১৮

জীবনে আমি যতগুলো মানুষ দেখলাম যাদের কারো মূত্রথলিতে পাথর, গলব্লাডারে পাথর, কিডনিতে পাথরজনিত সমস্যায় ভুগেছেন— সবাই সিগারেট ধূমপায়ী ছিলেন। ধূমপান যারা করে তারা বেশিরভাগ হার্ট এটাক বা স্ট্রোক করে মারা যায়। সেসাথে আপনার নানা ধরনের ক্যান্সারও হতে পারে। এতে আপনার টাকা, পঙ্গু হয়ে বেঁচে থাকা এবং মরে গেলে অসময়ে মুল্যবান জীবনের অবসান, তাই সব কিছু হারাবেন। এখন যারা মারিউয়ানা বা গাঁজা খাচ্ছে তাদের আরও কী কী স্বাস্থ্য সমস্যা দেখা দেবে তা ভবিষ্যৎ বলে দেবে।

বাবার হোটেলে খেয়েও তোমাদের স্ট্রেস এত বেশি যে, তোমরা গাঁজা খাওয়া শুরু করেছ। এটা হচ্ছে আরেক ধরনের stupid fashion, বোকারা এসবে জড়িয়ে যায়। কেউ এ নিয়ে ব্যবসা ফেঁদে আয় করে আর বোকারা এর ফাঁদে পা দিয়ে ব্যয় করে— ওই তোরা নিজে পয়সা কামাই করে তা ব্যয় করে গাঁজা খেয়ে বুঁদ হয়ে থাক, বাপ-মায়ের অনেক কষ্টের পয়সা নষ্ট করে উচ্ছনে যাসনে... তোরা এক একটা কাণ্ডজ্ঞানহীন বেকুব…।

একটা গান শুনতাম আর হাসতাম— তখন গাঁজা কী জিনিস তা বুঝতাম না।
এক টানেতে যেমন তেমন
দু’টানেতে রোগী
তিন টানেতে রাজা-উজির
চার টানেতে সুখী
পাচঁ টানেতে মাটি ছেড়ে শুন্যে ওঠা যায়
ছ’টানেতে আকাশেতে ভেসে থাকা যায়
সাত টানেতে তুমি হবে ব্রম্মা বিষ্ণু কালী
আট টানেতে স্বর্গ-নরক সবই পাবে খালি...।

একসময় গাঁজার বিল্ডিংয়ে থাকতাম নওগাঁতে, ব্রিটিশ আমলের বানানো সবচে বড় বাড়িগুলো বরাদ্দ ছিল ডিসি, এসপি, জেলা জাজের জন্য। আমরা তখন নতুন গেছি নওগাঁতে, তার কয়েক সপ্তাহ পর কে একজন আমার বাবাকে বলল, স্যার গাঁজার চাষ ব্যান করা হয়েছে তাই এ জেলায় আর কোথাও গাঁজা চাষ করলেই আইনত তাকে শাস্তি দেয়া হবে। আব্বা অবাক হয়ে বললেন, এখনো বাংলাদেশে গাঁজার চাষ হয়? ব্রিটিশরা এদেশ ছেড়ে কবে চলে গেছে! ট্যাক্স আদায় করতে ভারতে গাঁজা চাষকে জিইয়ে রেখেছিল ওরা, গাঁজা, অপিয়াম চাষ থেকে ব্রিটিশরা প্রফিট নিয়েছে বছরের পর বছর। এমেরিকানরা ১৯৮০ সালের দিকে ভারতে গাঁজা চাষে নিষেধাজ্ঞা জারি করেছে। সারা বাংলাদেশে খুব সম্ভবত একমাত্র নওগাঁ জেলাতেই তখনো এই গাঁজার চাষ হতো, যা ব্রিটিশরা তাদের নিজেদের স্বার্থে চালু রেখেছিল। আর সে কারণেই নওগাঁ জেলার যত বড় বিল্ডিং ছিল বেশির ভাগই গাঁজা প্রপার্টি, ব্রিটিশদের তৈরি। তার একটি দোতালা বড় বিল্ডিং ছিল আব্বার অফিসিয়াল বাসা। যে বিল্ডিং যতটুকু মনে পড়ে ১৯১২ সালের তৈরি। আব্বা সেদিন কোর্ট থেকে জাস্ট বাসায় ফিরেছেন বললেন, চলো সবাই, গাঁজার গাছ কেমন তা দেখে আসি।

সেই চলে গেলাম শহর ছেড়ে গ্রাম এলাকায় যেখানে সারি সারি মাটির বাড়ি, তারও অনেক দূরে মাঠ পেরিয়ে এক জায়গায় লুকিয়ে গাঁজার চাষ হচ্ছে। সামনে গিয়ে দেখি হাজার হাজার টিয়া পাখি গাঁজার কষসহ ফল ফুল খেয়ে মাতাল মাতাল এদিক ওদিক পড়ে চেঁচামেচি করছে। আমাদের দেখে খুব একটা উড়ে পালাল না। ওখানকার লোকজন বোঝাল গাছের কোন অংশ ব্যবহার করা হয় গাঁজা হিসেবে, তা হচ্ছে female গাছের ফুল ফলসহ আঠালো অংশ। বীজসহ পাতা বা গাছের বাকি অংশকে ভাং বলা হয়। গাঁজা এক সময় ভারতে স্প্রিচুয়াল, রিলিজিয়াস কারণে ব্যবহার করা হত, অনেক সময় চাষিরা অতি পরিশ্রমে গায়ের ব্যথা উপশমে ব্যবহার করত। এখনো ভারতের কোনো কোনো স্টেটে medicinal purpose এ গাঁজা চাষ করা হয়। কিছু কিছু স্টেটে এ গাজা চাষ ব্যান করা হয়েছে। এর চাষ শুরু হয়েছিল হিমালয় পাহাড়ি অঞ্চলে। কী ভীষণ দুর্গন্ধ তামাক পাতার মতো ঝাঁঝালো না হলেও কম নয়। গাঁজা গাছের ফলফুলের আঠালো অংশকে হাশিশ বা চরস বলা হয়, The difference between charas and hashish is that hashish is made from a dead cannabis plant and charas is made from a live one.

চরস সাধারণত সিগারেটের সাথে মিশিয়ে নেয়া হয়। Medicinal cannabas (Ganja) এর কিছু উপকারিতাও হয়তো আছে। তা হচ্ছে glaucoma treatment and epilepsy treatment, তবে তা বিশেষ কায়দায় তৈরি করা হয়। আর আজকাল নিয়মিত চোখের ডাক্তারের কাছে গেলে glaucoma থেকে চোখ যাতে অন্ধ না হয় তার ট্রিটমেন্ট এমনিতেই করা যাচ্ছে। তাই গাঁজা সেবনের দরকার নেই।

কেন এসব লিখলাম? যারা পড়াশোনা করছে বা জ্ঞান-বুদ্ধি আছে তারা কেন বুঝে শুনে জেনে মাদক, গাঁজা, সিগারেট সেবন করবে? নিজের ক্ষতি, নিজের টাকা খরচ করে এসব কারা করে, গাধারা! তার চেয়ে এই টাকা ব্যয় করে এক্সারসাইজ করুন, সিনেমা দেখুন, কোথাও বেড়াতে যান বা নিজের জন্যে সুন্দর কাপড়-চোপড় কিনুন, বা বাবা-মাকে কিছু উপহার দিন। পছন্দের বই কিনুন। এত বোকা কেন বাঙালি? ব্রিটিশরা বা বিদেশিরা যা ছেড়ে দিচ্ছে, এর জন্যে কঠিন শাস্তির ব্যবস্থা করছে, প্রতিদিন জেলে ভরছে, বা চিকিৎসা করানোর জন্যে মাদক সেবীদের rehabilation centre এ ভর্তি রেখে চিকিৎসা করে সারা জীবনের জন্যে এসব ছেড়ে দেবার জন্যে জ্ঞান-গাইড দিচ্ছে, আমাদের দেশের বেকুবগুলান উলটা দিকে ধাবিত হয় কেন? নিজের ভবিষ্যৎ, জীবন যৌবন নষ্ট করে কেন?