সংগৃহিত

সংগৃহিত

গুরুদক্ষিণা

মোরশেদ হাসান

প্রকাশিত : এপ্রিল ০৬, ২০১৮

`গুরুদক্ষিণা` নামে একটি সিনেমা আছে,ভিক্টর ব্যানার্জি ও দেবশ্রী রায় অভিনয় করেছিলেন। আবার এটি একটি বাগধারাও। 

`গুরুদক্ষিণা` এসেছে মহাভারত থেকে। 
 
গুরু দ্রোণাচার্য অর্জুনকে তির খেলা শেখাতেন। একলব্য এল শিখতে। ছোটোজাত বলে একলব্যকে দ্রোণাচার্য ফিরিয়ে দেন। একলব্য তখন বাড়ি ফিরে দ্রোণাচার্যের মূর্তি বানিয়ে একাগ্রচিত্তে ধ্যান করা শুরু করল। আর নিয়ম করে নিবিষ্ট অনুশীলন করত তির-ধনুক চালনায়। এভাবে একদিন সে অনেক বড় তিরন্দাজে পরিণত হয়। এটা বলা কঠিন নয় একলব্য অর্জুনের সমান বা অর্জুনের চেয়েও বড় তিরন্দাজে পরিণত হয়। 
 
একদিন দ্রোণাচার্যের সাথে একলব্যের দেখা হয়ে যায় ঘটনাচক্রে। দ্রোণাচার্য দেখলেন এ তো অনেক বড় তিরন্দাজ। জিজ্ঞেস করলেন, তুমি এত ভালো তিরন্দাজ হলে কী করে? কে তোমার গুরু?
একলব্য বিনয়ের সঙ্গে বলল, আপনিই আমার গুরু।
দ্রোণাচার্য বিস্মিত হয়ে বললেন, আমি! কিন্তু আমি তো তোমাকে শেখাইনি?
তখন একলব্য দ্রোণাচার্যের মূর্তি বানিয়ে ধ্যান করাসহ বিস্তারিত কাহিনি খুলে বলে। 
দ্রোণাচার্যের ইচ্ছা দুনিয়াতে একমাত্র অর্জুনই হবে শ্রেষ্ঠ তিরন্দাজ। তাঁর মনে কুটিল চিন্তা খেলে গেল। বললেন, ঠিক আছে আমি যখন তোমার গুরু, তবে গুরু দক্ষিণা দাও।
একলব্য সরল মনে জিজ্ঞাসা করল, কী গুরুদক্ষিণা দেব?
-তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি।
একলব্য দ্বিধাহীন চিত্তে ঘরে গিয়ে ছুরি এনে মুহূর্তের মধ্যে বৃদ্ধাঙ্গুলি কেটে গুরুকে দক্ষিণা দিল।
মহাভারত এক বিশাল উপাখ্যান। এখানে মানব জীবনের সব রং, সব গূঢ় রহস্য নিপুণভাবে অঙ্কিত হয়েছে।
পৃথিবীর চারটি মহাকাব্য হচ্ছে, ইলিয়াড, ওডিসি, রামায়ণ ও মহাভারত।