চলচ্চিত্রের `ধ্রুপদী পুত্র’ মুহম্মদ খসরু আর নেই

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০১৯

বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের প্রাণপুরুষ মুহম্মদ খসরু আর নেই। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের বর্তমান সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন ছাড়পত্রকে এতথ্য জানিয়েছেন।

নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও অ্যাজমার সমস্যায় অনেক দিন ধরেই ভুগছিলেন মুহম্মদ খসরু। গত মাসে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে কেরানীগঞ্জের রোহিতপুরের বাড়ি থেকে তাকে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা কিংবা টিএসসিতে তার মরেদেহ নেয়া হবে শ্রদ্ধা জানানোর জন্য। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে কেরানীগঞ্জের রোহিতপুরের মোহনপুরে তার মরদেহ সমাহিত করা হবে।

মুহম্মদ খসরু চলচ্চিত্র বিষয়ক কালজয়ী পত্রিকা ‘ধ্রুপদী’র সম্পাদক ছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের পথিকৃত হিসেবে তিনি পরিচিত। প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্রের সঙ্গে জড়িত।

তার উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র সংসদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে ফিল্ম স্টাডি সেন্টার। কেরালার চিত্রলেখা ও ওডেসা ফিল্ম কো-অপারেটিভের অনুপ্রেরণায় বাংলাদেশ ফিল্ম সোসাইটির উদ্যোগে যে ফিল্ম কো-অপারেটিভ গঠিত হয়েছিল, তার মাধ্যমেই বাংলাদেশে সর্বপ্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ শুরু হয়, সেখানেও মুহম্মদ খসরু বিশেষ অবদান রাখেন।

মুহম্মদ খসরু তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের প্রশিক্ষক হিসেবেও কাজ করেন। অনেক দিন ধরেই তিনি কেরানীগঞ্জের রোহিতপুরের মোহনপুর গ্রামে নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন।