চারুনীড়ম কাহিনিচিত্র উৎসব ২০১৮

নাঈমুল হাসান হিমেল

প্রকাশিত : মার্চ ০৪, ২০১৮

এক ঘণ্টার ২৪টি কাহিনিচিত্র নিয়ে শরু হতে যাচ্ছে ‘আনন্দ আলো-চারুনীড়ম কাহিনিচিত্র উৎসব ২০১৮’। ৫ মার্চ সন্ধ্যা ৬টায় শাহবাগ পাবলিক লাইব্রেরির শহকত ওসমান স্মৃতি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন অভিনেত্রী কেয়া চৌধুরী।

ছয় দিনব্যাপি এ উৎসবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত ২৪টি কাহিনিচিত্র প্রদর্শিত হবে। ‘বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশ হয়ে উঠুক উজ্জ্বল’ এ স্লোগানকে সামনে রেখে শুরু হতে যাওয়া উৎসবটি ৫ মার্চ শুরু হয়ে শেষ হবে ১১ মার্চ। শেষদিনে চারুনীড়ম কাহিনিচিত্র পুরস্কার প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেত্রী তানভীর সুইটি, মাসুম রেজা, পঙ্কজ পালিত, শহিদুল আলম সাচ্চু, এস এ হক অলিক প্রমুখ।

উলেখ্য, ২০০৯ সাল থেকে চারুনীড়ম নিয়মিতভাবে এ উৎসব ও পুরস্কারের আয়োজন করে আসছে।