চিত্রনায়ক বো ১৪ দেশকে হারিয়ে কারাতে পেলেন স্বর্ণ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ০৫, ২০১৮

বাংলাদেশি চলচ্চিত্রের মারপিটে অভিনেতা আলেকজান্ডার বো বিদেশের মাটিতে বিশ্বের চৌদ্দটি দেশকে হারিয়ে কারাতে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে অর্জন করলেন স্বর্ণপদক। এ গৌরব বাংলাদেশের জন্যেও গর্বের।

১১তম দক্ষিণ কোরিয়া ওপেন এবং ৩০তম বুসান মেয়রস কাপ কারাতে প্রতিযোগিতা-২০১৮ তে অংশ নিয়েছিল বাংলাদেশ। স্বাগতিক দক্ষিণ কোরিয়াসহ প্রতিযোগিতায় আরও অংশ নেয়, নাইরেজিরা, চীন, জাপান, সেনেগাল, রাশিয়া, উজবেকিস্তান, ম্যাকাও, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন ও মালয়েশিয়াসহ মোট ১৪টি দেশ।

ওইসব দেশের প্রতিযোগীদের হারিয়ে এই প্রথম সেখানে লাল-সবুজের পতাকা উড়িয়ে চ্যাম্পিয়ন হলেন চিত্রনায়ক আলেকজান্ডার বো। চ্যাম্পিয়ন হিসেবে তাকে দেয়া হয় স্বর্ণের মেডেল। দক্ষিণ কোরিয়ার বুসান শহর থেকে বাংলাদেশি গণমাধ্যমকে তিনি বলেন, “১ ও ২ জুন সবগুলো রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয় বুসান ইনডোর স্টেডিয়ামে। প্রথমে ফিলিপাইন, ম্যাকাও, রাশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করি। এরপর ফাইনাল রাউন্ডে পাকিস্তানকে ছয় পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হই। এই প্রথম বাংলাদেশ সেখানে চ্যাম্পিয়ন হলো। গত মাসে আমি শুটিং করতে গিয়ে ডান পায়ের গোড়ালি, ডান হাতের কনুই ও কাঁধে মারাত্মক চোট পেয়েছিলাম। খেলায় অংশ নেয়ার আগে এটা ছিল আমার ভয়ের কারণ। এজন্য আমি ভালো খেলতে পারবো কীনা, সেটা নিয়ে ছিল সংশয়। শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছি। আমি ছাড়াও বাংলাদেশ থেকে এবার সেখানে অংশ নেন সুপরিচিত কারাতে খেলোয়াড় পারভেজ। তিনি ৬৭ প্লাস ওয়েটে ‘কারাতে’ খেলে পেয়েছেন ব্রোঞ্জ।”

তিনি আরও বলেন, “জাতীয় কারাতে প্রতিযোগিতায় ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত আমি চ্যাম্পিয়ন হয়েছি টানা ছয়বার। প্রতিবারই গোল্ড মেডেল পেয়েছি। এছাড়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন, ১৯৯৭ সালে নির্বাচিত হয়েছি। যেটা দিল্লিতে অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সালে রাশিয়াতে ইউরোপিয়ান কারাতে প্রযোগিতায় অংশ নিয়ে রানারআপ হই। মাঝে কয়েক বছর বিরতি ছিল। কিন্তু এখন নিয়মিত খেলাধুলার সঙ্গে আছি। বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাচিত সদস্য (কাউন্সিল মুন্সিগঞ্জ জেলা)। আগামীতেও থাকবো। আমি মনে করি, দেশের জন্য কোনো সম্মান বয়ে আনতে পারার মতো তৃপ্তি কিছুতে নেই।”

বিনয়ী এ অভিনেতা বলেন, “প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সৃষ্টিকর্তার কাছে। এরপর আমার মা, আমার ওস্তাদ রুবেল ভাই (চিত্রনায়ক রুবেল) যিনি আমাকে কারাতে শিখিয়েছেন। আমাকে আন্তর্জাতিকভাবে দেশের বাইরে খেলার সুযোগ দিয়েছেন সেন্টু ভাই, জুয়েল ভাই। তারা অনেক বড়মাপের মানুষ। সবার কাছে কৃতজ্ঞতা। তারা মাথার উপর ছায়া হয়ে ছিলেন বলেই আমি আজ সাফল্য পেয়েছি। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”

গত বছর অক্টোবরে ‘কোরিয়ান ইউনিভার্সিটি স্পোর্টস ফেস্টিভাল’ এ অংশ নিয়েছিলেন আলেকজান্ডার বো। সেবার স্বাগতিক কোরিয়ার প্রতিযোগীর সঙ্গে লড়ে ফাইনাল রাউন্ডে মাত্র এক পয়েন্টের জন্য হেরে যান। এরপর এই চিত্রনায়ককে খুশি থাকতে হয় রৌপ্যপদক নিয়ে। এবারই প্রথমবার বুসান মেয়রস কাপ প্রতিযোগিতায় বাংলাদেশ অংশ নেয়। প্রথমেই শীর্ষে। সেখানে অংশ নিতে আলেকজান্ডার বো ৩০ মে ঢাকা ছাড়েন। প্রতিযোগিতায় ফাইটিং ‘কুমিতে’ ৮৪ প্লাস ওয়েট বেটার ক্যাটাগরিতে তিনি জয়ী হন। ১৩ জুন বো বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে।