জুকারবার্গকে বই উৎসর্গ করলেন নাইস নূর

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০১৮

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে বই উৎসর্গ করেছেন নাইস নূর। বইটির  নাম Blind Princess and he Fairy। একইসাথে মার্ক জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান ও তাদের দুই কন্যা ম্যাক্সিমা চেন জুকারবার্গ ও অগাস্টকেও বই উৎসর্গ করেছেন এই লেখক ও নাট্যকার।

শিশু-কিশোরদের জন্য ইংরেজিতে লেখা রূপকথার বইটি এবার অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ‘ঝিঙেফুল’। বইটির প্রকাশক গিয়াস উদ্দীন খসরু। বইটির মূল্য রাখা হয়েছে একশো টাকা। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন আজিজুর রহমান।

কেন মার্ক জুকারবার্গকে বই উৎসর্গ করা হলো জানতে চাইলে ছাড়পত্রকে নাইস নূর বলেন, “সামাজিকভাবে যোগাযোগ করার জন্য ফেসবুকের বিকল্প নেই। ছোটবেলা থেকেই আমি সৃজনশীল গল্প লেখার চেষ্টা করছি। আজ থেকে কয়েক বছর আগে যখন আমি ফেসবুক ব্যবহার করা শুরু করি, তখন এই ওয়েবসাইট আমাকে লেখালেখির জগতের মানুষের সাথে সম্পৃক্ত হতে অনেক বেশি সহযোগিতা করে। বলতে পারেন, কিছুটা ভালোলাগা ও উচ্ছ্বসিত হয়েই আমি মার্ক জুকারবার্গ ও তার পরিবারকে বইটি উৎসর্গ করেছি।”

লেখালেখি ও সাংবাদিকতা করতে গিয়ে দেশ-বিদেশের অনেক তারকা ও গুণী ব্যক্তিত্বের সাক্ষাৎকার নেয়ার সুযোগ হয়েছে নাইস নূরের। জানালেন, ভবিষ্যতে মার্ক জুকারবার্গের সাক্ষাৎকার নেয়ার স্বপ্ন তার রয়েছে। নাইস নূর পেশায় একজন সাংবাদিক। সাংবাদিকতা, সৃজনশীল গল্পের বই লেখার পাশাপাশি নিয়মিত টিভি নাটকও তিনি লেখেন।

নাইস নূরের লেখা উল্লেখ্যযোগ্য বইগুলো হলো, ‘কার্টুনের দেশে মনিকা’, ‘সাদমানের ক্রিকেটার বন্ধু’, ‘জেবার প্রিয় বারবি ডল’, ‘শুণ্ডু ভূতের পাঁচকন্যা’ ও ‘না ছোঁয়ার স্পর্শ’ ইত্যাদি। একুশে বইমেলা ছাড়াও নাইস নূরের সব বই পাওয়া যাচ্ছে অনলাইন বুকশপ রকমারি ডটকমে।

একুশে বইমেলা ২০১৮