টোয়াইলাইট

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৫, ২০১৮

জনপ্রিয় একটি উক্তি লিখে দিয়ে - 
“And so the lion fell in love with the lamb…" he murmured. I looked away, hiding my eyes as I thrilled to the word.
"What a stupid lamb," I sighed.
"What a sick, masochistic lion.”

বইটি শুরু হয় ওয়াশিংটনের একটি ছোট, কখনো বদলে না যাওয়া এক বৃষ্টির শহর ‘ফোর্ক্স’ এর প্রারম্ভিকতা দিয়ে, যেখানে ‘ইসাবেলা সোয়ান’ নামের এক পড়ন্ত কিশোরী অ্যারিজোনা থেকে ফর্ক্স, ওয়াশিংটন অলিম্পিক উপদ্বীপে তার বাবা চার্লি যে একজন পুলিশ কর্মকতা, তার সাথে থাকতে চলে আসে।

বেলা ফোর্স হাই স্কুল ভর্তি করা হয়, যেখানে তিনি সে প্রথম কয়েক দিনে সবার সাথে মিশিয়ে নেয়। তবে, কিছুটা অনভিজ্ঞ ও লাজপাতা মতো থাকা বেলা দেখতে পায় যে, তার মনোযোগের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে বেশ কয়েক জন ছেলে, যাদের উপর এক কথায় বিরক্ত বেলা!

ঝড় ঝড় বৃষ্টির দিনে জীববিজ্ঞান প্র্যাকটিকেল ক্লাসে বেলা ‘এডওয়ার্ড কুলেন’ এর পাশে বসে, অদ্ভুত এক পরিবেশে বেলার গায়ের ঘ্রাণ এডওয়ার্ডকে অস্থির করে তোলে, নিজেকে ধী রাখতে ক্লাস ছেড়ে বেরিয়ে যায় এডওয়ার্ড।

এরপরের বেশ কিছুদিন বাতাসের সাথে মিলিয়ে যায় এডওয়ার্ড, প্রশ্নের কড়া ঘাতে জর্জরিত হয়ে থাকে ইসাবেলা সোয়ান!

এর মাঝে একদিন স্কুল পার্কিং লটের আচমকা গাড়ির দূর্ঘটনা থেকে ‘ছুঁ’ করে বেলাকে বাঁচিয়ে নেয় এডওয়ার্ড, পুরো স্কুল যেন উন্মুক্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে!

বেলা তার জীবন বাঁচানোর বিষয়ে এডওয়ার্ডকে প্রশ্ন করে, কিন্তু বরাবরের মতো নিশ্চুপ হয়ে থাকা ঘটনা গুলো আবারো ঘটতে থাকে।

বেলার বন্ধু ‘জ্যাকব ব্ল্যাক; এর কাছ থেকে স্থানীয় কাইলিউট লোকেদের কিংবদন্তী কথা শুনেছিলো বেলা, আর তখন থেকে এক প্রশ্ন, এক দুরুহ বিশ্বাস যেন ঘিরে ধরেছিলো বেলাকে।

নিজের ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়ায় বলবো যে, রহস্যময় এবং লোভনীয় এক অনিন্দ্য চরিত্রের চিত্র আঁকা হয়েছে এই বইটিয়ে। ‘এডওয়ার্ড কুলেন-ইসাবেলা সোয়ান’ এর জীবনে ঘটে যেতে লাগলো রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর স্মৃতিগুলো।

পরবর্তী পর্বগুলো গ্রাস করতে বইপ্রেমীদের, ভালোবাসার গল্পপ্রেমীদের অনবদ্য ও সৃষ্টিশীল এই বইটি পড়ার আমন্ত্রণ জানাচ্ছি…

একুশে বইমেলা ২০১৮