ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১৭, ২০১৮

ক্রিকেট প্রেমীদের জন্য আজকের ম্যাচটার কোন তুলনাই হয় না। টানটান উত্তেজনা।  ছক্কা চারের মার আর মাঠের দর্শকদের নাগিন নাচ। সব মিলিয়ে এক পরিপূর্ণ ম্যাচ। ম্যাচে জয়ী বাংলাদেশ আর ম্যাচ সেরা মাহমুদুল্লাহ।

 

ম্যাচ বয়কট করতে চাওয়া

 

ম্যাচে তখন ৪ বলে ১২ রান প্রয়োজন। পর পর দুইটি বাউন্সার। দ্বিতীয় বলটি যখন প্রথম বলটির উপর দিয়ে যায় তখন লেগ আম্পায়ার নো বল দিলেও মূল আম্পায়ার তা গ্রহণ করেন নি। লাস্ট ওভার একটি এক্ট্রা রান একটি বাড়তি বল একটি ফ্রি হিট খুব বেশি কিছুই ছিল, খুব দামি কিছু। তাইত সাকিব আল হাসান নেমে আসলেন মাঠে। ম্যাচ বয়কট করে দুই ব্যাটস ম্যানদের চলে আসতে বললেন ক্যাপটেন সাকিব আল হাসান। কিন্তু ম্যানেজার খালেদ মাহমুদ ব্যাট করতে পাঠালেন দুই জনকে।

 

বাংলাদেশ যদি ম্যাচ বয়কট করত

 

যদি  ম্যাচ বয়কট করা হত,  তাহলে নিঃসন্দেহেই ডিসকোয়ালিফাইড হত বাংলাদেশ। আর শ্রীলংকা -বাংলাদেশ ক্রীকেটে দাগ থেকে যেত আজীবন। এই শ্রীলংকার মাটিতেই ম্যাচ বয়কটের ঘঠনা রয়েছে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে  যা এখনও আলোচিত হয়। আর এই বিতর্কও গড়াত অনেক দূর।

 

ম্যাচের নায়ক মাহমুদুল্লাহ

 

ম্যাচের নায়ক বলতে যা বুঝায় তা আজকের খেলা দেখেই বুঝা উচিৎ। একেত রানের চাপ, বল কম তার উপর ম্যাচ বয়কটের জন্য টানাটানি, যখন চাপ সৃষ্টি করতে করতে  শেষ সীমানায় পৌচেছে তখনই মাহমুদুল্লার ঠান্ডা মাথার খেল, বিশাল এক ছক্কা আর গ্যালারি জুরে চরম নিরবতা। ম্যাচের নায়ক মাহমুদুল্লাই। একা হাতে ম্যাচের লাগাম টেনেছেন। বাংলাদেশ টিমের সব চেয়ে ঠান্ডা মাথার প্লেয়ার ত আর এমনি বলা হয় না তাকে। অসংখ্য বার তিনি খাদের কিনার থেকে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছেন এবং ম্যাচ জিতিয়েছেন। বিশ্ব কাপের নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ রান কিংবা সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফি নিউজিল্যান্ডের ম্যাচটিতে বাংলাদেশের  ২৮ রানে যখন ৪ উইকেট তখন মাঠে এসে সকিবের সাথে করেছেন সেঞ্চুরি। ২০১৬ এশিয়া কাপে পাকিস্তানের করা ১২৯ রান তারা করতে নামা বাংলাদেশের বিপদের দিনে তিনিই ছিলেন কান্ডারি।

 

স্কোর

 

শ্রীলংকা ২০ ওভার ৭ উইকেটে ১৫৯

বাংলাদেশ ১৯.৫ ওভার ৮ উইকেটে ১৬০

বাংলাদেশ ২ উইকেটে জয়ী

ম্যাচসেরা মাহমুদুল্লাহ।।