অলঙ্করণ: পাপিয়া জেরীন

অলঙ্করণ: পাপিয়া জেরীন

পাপিয়া জেরীনের প্রেমের কবিতা ‘হেম রে’

প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০১৮

এক.
এই ভরসন্ধ্যায় ধূপগন্ধী চুল-যোনি
শাখা-পলা-পদ্ম নিয়ে আসি তোমার ঘাটে,
আমি কেবল একটা শরীর, হেম্!
তুমি এতে  মন খুঁজে নিও...

দুই,
আমি শুধু তোমাকেই ভালোবাসি, হেম
এই দেখো, তুলসীতলায় কেমন জ্বলছি!
প্রদীপের মতো জ্বলছে প্রেম, কাম—
আমি তোমাকেই শুধু ভালোবাসি, হেম!
এই দেখো জ্বলছি আমি—
আর খামাখা পুড়ছে কিছু প্রচিত পতঙ্গ।

তিন.
তুমি-আমি নিদ্রাবৃত হলে
ঘাস-চাঁদ নিরবয়ব হতে থাকে,
ক্রমেই একাকার হয়ে যাই
নিরাকার হয়ে যাই;
তখনও কি আমি... কেবল একটা শরীর, হেম!

চার.
হেম, দেখো পঞ্চফুল সেজে আছে,
ঋতু-মুত-বিষ্ঠা-দ্রাব-ক্লেদ...
আরো আছে আতপগন্ধী তলকেশ—
এইসব ঢেলে দেব তোমার যজ্ঞের আগুনে!

পাঁচ.
হেম, তোমার শ্রোণী-চড়কে কতবার চড়ে বসেছি! সহমরণে কতবার মরেছি— মনে পড়ে?
আমার চিতায় ঝুঁকে মুখাগ্নি করতে গিয়ে কতবার পুড়িয়েছো জিভ?
অথচ, হেম! আজ রাতে ওরা তোমার মুখ ঢেকে দিয়ে বসে আছে,
তুমি পড়ে আছ একা অর্ধেক
এইখানে অর্ধেক আমি, বেগানা!