পুনর্জন্মের আশায় হলিউড তারকারা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২০, ২০১৮

সম্প্রতি  চকলেট বারের একটি বিজ্ঞাপনে অড্রে হেপবার্নের ডিজিটাল ছবি পুননির্মাণ করেন স্পেশাল ইফেক্ট তৈরির প্রতিষ্ঠান ফ্রেমস্টোর। ১৯৯৩ সালে মৃত্যু বরণ করা এই ব্রিটিশ অভিনেত্রীর মৃত্যুর প্রায় ২৫ বছর পর তার ডিজিটাল ছবি পুননির্মাণ করা হয়।

সফটওয়ার ব্যবহার করে এখন মৃত অভিনেতাদের ছবি এত নিখুঁত ভাবে উপস্থাপন  করা হয় যা আগ্রহ সৃষ্টি করছে হলিউড অভিনেতাদের মাঝে। তারা মৃত্যুর পর তাদের  গ্রাফিক্সে আবার পুনর্মুদ্রণ  করা হবে সেই বিষয়ে উইলে নির্দেশনা পর্যন্ত দিয়ে যাচ্ছেন। 

ফ্রেমস্টরের সহ প্রতিষ্টাতা মাইক ম্যাকগি জানান, জীবিত তারকারা তাদের মৃত্যুর পর নির্মিত হতে যাওয়া সিনেমায় তাদের ছবি ব্যবহারের স্বত্ব বিক্রি করছে।

ম্যাকগি আরও বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৃত মানুষ আবার জীবন্ত হয়ে উঠতে পারে। প্রোগ্রামের মাধ্যমে মৃত ব্যক্তির ত্রিমাতৃক প্রতিমূর্তির সঙ্গে কথোপকথনের ব্যবহার করা সম্ভব।

কিন্তু  মৃত্যুর পর তাদের ছবি কিভাবে ব্যবহার হবে তাত আর অন্য কেউ বলে দিতে পারে না। তাই তারকারাই এর ব্যবস্থা করে নিচ্ছেন ।