প্রকাশ পেল ‘আবহমান’ জুলাই সংখ্যা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ১৫, ২০১৮

প্রকাশ পেল শিল্প-সাহিত্য বিষয়ক পত্রিকা ‘আবহমান’ জুলাই সংখ্যা। এবারে বিশেষ ক্রোড়পত্রের বিষয় দুটি। `স্বীকৃতি` ও ` কণ্ঠরোধ’। এ সংখ্যার সূচি নিচে উল্লেখ করা হলো:

সম্পূর্ণ কাব্যগ্রন্থের পুনঃপ্রকাশ: নব্বই দশকে প্রকাশিত অনুপ সেনগুপ্তর কাব্যগ্রন্থ ক্রোধের অনুশাসন পর্ব।

`স্বীকৃতি` ও ` কণ্ঠরোধ’: লিখেছেন কৌশিক গুড়িয়া, জয়ন্ত ভট্টাচার্য, শমীক ঘোষ, অনির্বাণ বসু, অমিত সরকার, দেবব্রত শ্যামরায়, সুরঞ্জন রায়, ঈশানী বসাক, অর্জুন বন্দ্যোপাধ্যায়, প্রসূন মজুমদার, সৌমেন চট্টোপাধ্যায়, দীপঙ্কর মুখোপাধ্যায়, পম্পা দেব, শুভ্র বন্দ্যোপাধ্যায়, বেবী সাউ, প্রবুদ্ধ বাগচী, শুভদীপ নায়ক, সন্দীপন চক্রবর্তী, হিন্দোল ভট্টাচার্য ও কুন্তল মুখোপাধ্যায়।

গ্রন্থ সমালোচনা
অভিজিৎ দত্তের কাব্যগ্রন্থ ময়ূর বনের কার্তিক নিয়ে লিখেছেন বেবী সাউ
পৌলোমী সেনগুপ্ত-র কাব্যসংকলন মুঠোর মাপ উপচে পড়ে নিয়ে লিখেছেন অরিজিৎ চক্রবর্তী
দীপক রায়-এর কাব্যগ্রন্থ গৃহযুদ্ধের উঠোনে রচিত নিয়ে লিখেছেন হিন্দোল ভট্টাচার্য
সুবীর সরকার-এর কাব্যগ্রন্থ নাচঘর নিয়ে লিখেছেন বেবী সাউ
অর্ণব সাহা-র কাব্যগ্রন্থ ২০ জুনের ডায়েরি নিয়ে লিখেছেন সঞ্চিতা চক্রবর্তী
সুব্রত সরকার-এর কবিতাসংগ্রহ নিয়ে লিখেছেন অমিত সরকার

গল্প সৌমেন চট্টোপাধ্যায় সিদ্ধার্থ মুখোপাধ্যায় শিবু মণ্ডল নিবন্ধ সম্বুদ্ধ সান্যাল শুভাশিস চিরকল্যাণ পাত্র ব্যক্তিগত গদ্য কল্পর্ষি বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক গদ্য চন্দন ঘোষ দেবর্ষি বন্দ্যোপাধ্যায় সর্বজিৎ সরকার

কবিতায় মণিশংকর বিশ্বাস অর্ণব রায় তন্ময় ধর অনুপ সেনগুপ্ত দীপক রায় সুবীর সরকার ঋজুরেখ চক্রবর্তী রিমি মুৎসুদ্দি সোমেন মুখোপাধ্যায় নবকুমার পোদ্দার অসীম মালিক অর্ণব চৌধুরী সংগীতা বন্দ্যোপাধ্যায় শুভম চক্রবর্তী পারমিতা ভট্টাচার্য পায়েল সেনগুপ্ত রাজু দেবনাথ সৈকত কুণ্ডু সুব্রত মণ্ডল গৌরাঙ্গ শ্রীবাল তন্ময় চট্টোপাধ্যায় অনিন্দিতা গুপ্ত রায় শুদ্ধেন্দু চক্রবর্তী উৎপল চক্রবর্তী কস্তুরী সেন মৃন্ময় চক্রবর্তী তুষ্টি ভট্টাচার্য তুলসীদাস ভট্টাচার্য অমিতাভ মুখোপাধ্যায় পিয়ালী বসু ঘোষ দীপঙ্কর পাড়ুই প্রদীপ কর দেবরাজ চক্রবর্তী রাজর্ষি দে স্রোতস্বিনী চট্টোপাধ্যায় স্বপন রায় শ্রীমহাদেব লক্ষ্মীকান্ত মণ্ডল

ফিরে পড়া কবিতা- সুব্রত চক্রবর্তী এবং নির্মল হালদার

অনলাইনে সংখ্যাটি পড়তে ক্লিক করুন https://abahamanjuly.blo gspot.com/