প্রতারণা মামলায় কারাগারে চিত্রনায়িকা সাদিয়া আফরিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৪, ২০১৮

সিনেমা বানানোর কথা বলে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা সাদিয়া আফরিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম।

কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। এসময় তার স্বামী বিদ্যুৎ কুমার সাহা ওরফে সৌরভকেও গ্রেফতার করা হয়।

সিআইডির লিগ্যাল অ্যান্ড মিডিয়া সেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শারমিন জাহান বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে বলেন, “২০১৩ সালে ফেসবুকে সাদিয়ার সঙ্গে পরিচয় হয় মিজানুর রহমান খান নামের এক ব্যবসায়ীর। পরিচয়ের সূত্রে সাদিয়া মিজানুরকে জানান, তার স্বামী সৌরভ সিনেমার প্রযোজক। লাভবান হওয়ার আশ্বাস দিয়ে সিনেমায় তিন কোটি টাকা বিনিয়োগের কথা জানান তারা। নায়িকার কথায় আশ্বস্ত হয়ে মিজানুর বিভিন্ন সময়ে সাদিয়া ও তার স্বামীকে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও পোস্ট অফিসের মাধ্যমে এক কোটি পঁচিশ লাখ ও নগদ দেন আরো এক কোটি পঁচিশ লাখ টাকা। কিন্তু পরে সাদিয়া ও সৌরভ সিনেমা বানাননি, আর টাকাও ফেরত দেননি। উল্টো তারা বলেছেন, টাকা দিতে পারবো না, যা করার করেন।”

শারমিন জাহান আরও বলেন, “এ ঘটনায় ২১ মে রাজধানীর মিরপুর থানায় মিজানুর রহমান বাদী হয়ে ৪২০ ও ৪০৬ ধারায় মামলা (নম্বর ৪৩) দায়ের করেন। মামলাটি সিআইডিতে হস্তান্তরের পর ১২ জুন সাদিয়া ও সৌরভকে গ্রেফতার করা হয়।”

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আবু সাঈদ আকন্দ বলেন, “গ্রেফতারের পর তারা জিজ্ঞাসাবাদে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। ছবি বানানোর কথা বলে তারা মূলত প্রতরণার মাধ্যমে টাকা হাতিয়েছেন। তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।”