আলোকচিত্রঃ সৈয়দ রিয়াদ হোসেন

আলোকচিত্রঃ সৈয়দ রিয়াদ হোসেন

বইমেলায় বসন্ত

রিফাহ সানজিদা

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৪, ২০১৮

অমর একুশে গ্রন্থমেলায় চারিদিকে ফাল্গুনের আগমনী টের পাওয়া যাচ্ছিলো , নানান ধরণের আর বয়সের মানুষের ঢল নেমেছে, যদিও ছুটির দিন ছিলো না আজ, হলুদ-কমলা আর রঙ্গিন সব রঙের পোষাকে মেলায় হাজির হয়েছেন সবাই- কারণ মঙ্গলবার ছিলো বসন্তের প্রথম দিন। মেলায় রোজ ভিড়-ভাট্টা থাকেই, তবে সাধারণত ছুটির দিনগুলোয় তা বেশি থাকে।

 

মঙ্গলবার ছুটির দিন না হলেও নতুন বই এর সাথে সাথে মেলা হয়ে উঠেছে উৎসবমুখর । সাথে ছিলো ফাল্গুনের আবেশ, রোদের আলোয় বইমেলা আর ফাগুন মিলে মিশে বই এর ঘ্রাণে যোগ করেছে নতুন মাত্রা। বইমেলাতে আগতরা যেমন বসন্তকে বরণ করছিলেন পোষাকে আর মননে- বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও ছিলো। মেলায় বিকেলের শুরুতেই ভিড়টা ছিলো চোখে পরার মত। 

 

বিকাল ৩টা থেকে সন্ধ্যা অব্দি কমতি ছিলো না বসন্ত বরণে- আর মেলায় ও লেগেছে যেনো বসন্তের নতুন প্রাণ। তরুণ-তরুণীদের আগ্রহ যেমন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে ছিলো , তেমনি ছিলো বই নিয়েও। আর প্রিয় লেখকের বই এর খোঁজ ও নিচ্ছিলেন অনেকে, প্রকাশিত , নতুন , পুরোনো সব বই মিলে মেলা প্রাঙ্গন ছিলো মুখরিত বই-পড়ুয়াদের পদচারণায়।