বইমেলায় মোস্তফা কামালের পাঁচটি বই

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০১, ২০১৮

জনপ্রিয় ধারার লেখক মোস্তফা কামাল। ঝরঝরে গদ্যভাষা। গল্পের বুননও পাঠককে ধরে রাখে। ফলে তার পাঠকশ্রেণিও গড়ে উঠেছে। এবারের বইমেলায় তার পাঁচটি বই প্রকাশ পাবে। ইতিহাসভিত্তিক দীর্ঘ উপন্যাস `অগ্নিপুরুষ`, রোমান্টিক উপন্যাস `চন্দ্রমুখীর সুইসাইড নোট`, কিশোর ক্ল্যাসিক `নীলগিরিতে চার গোয়েন্দা` শিশুতোষ বই `বোকাভূত` ও সায়েন্স ফিকশন `বিজ্ঞানী লীরা ও এলিয়েন`।

বিজ্ঞানী লীরা ও এলিয়েন
বিজ্ঞানী লীরা আবিষ্কার করে তার ল্যাবরেটরিতে নিজের কম্পিউটারে এক অদ্ভুত লোক বসে আছে। কেননা এ ল্যাবরেটরিতে তার ক্লোন ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই। বিস্ময় নিয়ে জানতে সে পরিচয় জানতে চাইলে লোকটি জানায়, সে অন্যগ্রহের প্রাণী। হঠাৎ লীরার সারাদেহে অদ্ভুত একটা ভয় এসে ছেয়ে যায়। মোস্তফা কামালের এই সায়েন্স ফিকশনটি প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশন্স।

চন্দ্রমুখীর সুইসাইড নোট
তার কাছে প্রেমের সম্পর্ক ছিল ঠুনকো। কিন্তু ঠিক সে-ই কীনা বিশ্ববিদ্যালয় জীবনে এসে গভীর প্রেমে হাবুডুবু খেলো। গভীর এই মুগ্ধতা শেষমেষ রূপ নিলো পরিণয়ে। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, বিয়ের সিদ্ধান্তটি কি তাহলে ভুল ছিল চন্দ্রমুখীর? পরিণয় কি গড়াবে আত্মহননের দিকে? মোস্তফা কামালের প্রেমের উপন্যাস `চন্দ্রমুখী` প্রকাশ করেছে অন্যপ্রকাশ।

অগ্নিপুরুষ
বঙ্গবন্ধু শেখ মুজিবকে প্রতীকী রূপে অগ্নিপুরুষ হিসেবে আখ্যায়িত করেছেন মোস্তফা কামাল। শেখ মুজিবের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে এদেশের জনগণ যে বীরত্বপূর্ণ পদক্ষেপ নেয় এবং তার ফলে বঙ্গবন্ধুর বাংলার জনগণের কাছে বীরের বেশে ফিরে আসার গল্পই প্রতিটি বাক্য ও শব্দে প্রথিত হয়েছে এই উপন্যাসে। উল্লেখ্য, গত বইমেলায় প্রকাশিত `অগ্নিকন্যা`র পরবর্তী উপন্যাসই `অগ্নিপুরুষ।`  বইটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স।

নীলগিরিতে চার গোয়েন্দা
মামাকে নিয়ে চার কিশোর গোয়েন্দা ছুটে যায় পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে। কেননা রবিন ও তার মামা স্বপ্নে পাহাড়ের বুকে দেখেছিল এক রাজপ্রাসাদ। অভিযানে শুরু হয় নানা সংকট। পাহাড়ের ঢাল থেকে পড়ে গিয়ে রবিন ও সাগরের অলৌকিকভাবে বেঁচে যাওয়াসহ অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হয় তারা। কিন্তু অভিযান শেষ করে কি তারা ঢাকা ফিরে আসবে? মোস্তফা কামালের কিশোর উপন্যাস `নীলগিরিতে চার গোয়েন্দা’ বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।

বোকা ভূত
অপরিচিত এক ছেলেকে নিজেদের গ্রামে ঘোরাঘুরি করতে দেখে রাফি তার নাম জানতে চায়। ছেলেটি জানায়ক, জনি। পরিচয় জানতে গিয়েই জানা গেল সে আসলে ভূত। কিন্তু রাফিদের গ্রামে কেন এই ভূত? প্রশ্নোত্তরের মাঝেই জনি উধাও হয়ে যায়। এরকম অনেকগুলো ভূতের গল্প নিয়েই বোকাভূত। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশন্স।