ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গবন্ধুর বায়োপিকসহ ৩ সিনেমার ঘোষণা তথ্যমন্ত্রীর

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০১৮

‘ঢাকা অ্যাটাক’ এর নির্মাতা দীপংকর দীপনের নতুন ছবির নাম ‘ডু অর ডাই’। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ১৭ জানুয়ারি ছবিটির নাম ঘোষণা করা হলো। এসময় নির্মাতা জানান, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধারা ‘অপারেশন কিলো ফ্লাইট’ শিরোনামের বিমান হামলা চালান। তারই ছায়া অবলম্বনে এর বীর নায়কদের অন্যতম DHC3- OTTER বিমানের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলমের (বীর উত্তম) মুক্তিযুদ্ধের সময়ের এক অসম্ভব সাহসী ও অবিশ্বাস্য গল্প নিয়ে নির্মিত হবে ‘ডু অর ডাই’।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিলো ফ্লাইট অপারেশনের অংশগ্রহণকারী ক্যাপ্টেন আকরাম আহমেদ (বীর উত্তম), নূরুল হক (বীর প্রতীক), ফ্লাইং অফিসার বদরুল আলম (বীর উত্তম), কর্পোরাল মো. রুস্তম (বীর প্রতীক), ক্যাপ্টেন আব্দুল খালেক (বীর প্রতীক)। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ইনু বলেন, এ ছবির নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানদের আমি ধন্যবাদ জানাই মুক্তিযুদ্ধে দারুণভাবে অবদান রাখা ‘অপারেশন কিলো ফ্লাইট’ ও তার সঙ্গে জড়িত বীরদের গল্প নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নেয়ায়। সরকারি পৃষ্ঠপোষকতায় তিনটি সিনেমা নির্মাণ করা হবে। তথ্য মন্ত্রণালয় অনেক আগে থেকেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে সিনেমা নির্মাণের কথা ভাবছিল। কিছু কাজও হাতে নেয়া হয়েছিল। এরপর বিমান বাহিনীর এ অপারেশন নিয়েও সিনেমা নির্মাণের ইচ্ছে ছিল। যেহেতু দীপংকর দীপন আমাদের হয়ে একটি কাজ করে ফেলছেন, তাই তার প্রতি ধন্যবাদ রইল।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে এ ৪৭ বছরে অনেক সিনেমাই নির্মাণ হয়েছে, যা আমাদের মুগ্ধ করেছে। তবে এখনও বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে কোনও সিনেমা হয়নি। আমরা সে চেষ্টাও করছি। ২০২০ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। এ দুটি মাইলফলকে সময়টাতেই আমরা দুটি সিনেমা নির্মাণ করতে চাই। আজ যারা দীপংকর দীপনের প্রামাণ্যচিত্রটি দেখেছেন, আশা করছি সবাই আমারই মতো লজ্জা পেয়েছেন। এখানে প্রায় ৩০-৪০ জনকে জিজ্ঞেস করা হয়েছে ‘অপারেশন কিলো ফ্লাইট’ কী? কেউই উত্তর তো দিতে পারেইনি, বরং হাস্যকর কথা বলেছে। কেউ বলেছে এটা কোনো কাটা ছেড়ার অপারেশনের নাম, কেউ বলেছে এটা কোনও ভিডিও গেমসের নাম। আমাদের প্রজন্ম জানে না, মুক্তিযুদ্ধের কী অসীম সাহসী এক অপারেশনের নাম ‘অপারেশন কিলো ফ্লাইট’। এটার ব্যর্থতা আমাদেরই। আমরা জানাতে পারিনি আমাদের ইতিহাস। আমি বিশ্বাস করি দীপনের ‘ডু অর ডাই’ চলচ্চিত্রের মাধ্যমে দেশের মানুষ চিরদিনের জন্য এ অপারেশনের নাম ও গল্প জানবেন এবং এর সঙ্গে জড়িত বীরদের সম্মান করবেন।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কে, কী তার পরিচয়, অপারেশন জ্যাকপট কী, কেন হয়েছিল এবং দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে প্রশ্ন করলে কেউ যেন আমতা আমতা না করে, হাস্যকর উত্তর না দেয় এজন্য এ তিনটি বিষয় নিয়ে আন্তর্জাতিক মানের সিনেমা আমরা নির্মাণ করতে চাই। আমি এখনই সব চূড়ান্ত করছি না। তবে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। সরকারের সিনেমা নির্মাণে দক্ষতার অভাব রয়েছে। দেশের চলচ্চিত্রে গুণী মানুষদের নিয়ে কাজগুলো করা হবে। প্রয়োজন হলে আন্তর্জাতিক পর্যায়ের সাহায্যও নেয়া হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই সিনেমা বানাতে চেয়েছেন। কিন্তু তথ্য ও কারিগরির দক্ষতার অভাবে সেগুলো আর এগোয়নি। তবে সরকার চেষ্টা করবে সব সীমাবদ্ধা কাটিয়ে ছবিটি নির্মাণ করতে। প্রামাণ্যচিত্র অনেক সহজ বিষয়। এখানে কেবল একটি নির্দিষ্ট বিষয়ের ওপর তথ্য দিলেই চলে। কিন্তু চলচ্চিত্রের জায়গাটি ব্যাপ্তির। বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা বানাতে গেলে তার জীবনকে তুলে আনতে হবে পূর্ণাঙ্গভাবে। সময়সাপেক্ষ, কিন্তু আমরা ২০২০ সালের মধ্যেই এটি করতে চাই।