বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১১, ২০১৮

বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে আজ রবিবার।
রাজধানীর একটি রেস্টুরেন্টে ২৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
বাংলাদেশে মিডিয়ায় কর্মরত নারী সাংবাদিকদের নিয়ে এই সমিতির পথচলার
অংশ হিসেবে এই কমিটি গঠন করা হলো , যার মধ্যে প্রিন্ট , ইলেকট্রনিক এবং
অনলাইনে কর্মরত নারী সাংবাদিকেরা নেতৃত্ব দিচ্ছেন।
ইংরেজি দৈনিক ডেইল অবজারভারের যুগ্ম বার্তা সম্পাদক নাসিমা আক্তার সোমাকে কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। আর দৈনিক ভোরের দর্পণ সিনিয়র সহ সম্পাদক আনজুমান আরা শিল্পীকে নির্বাচিত করা হয়েছে সাধারণ সম্পাদক পদে।
অন্যরা হলেন, সহ-সভাপতি কারনিনা খন্দকার (দৈনিক বাংলাদেশ সময়), যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার (দৈনিক বাংলাদেশ জার্নাল), সাংগঠনিক সম্পাদক মারিয়া সালাম (অনলাইন ইনচার্জ, ইংরেজি সংস্করণ, দৈনিক কালেরকণ্ঠ), দপ্তর সম্পাদক সালমা আফরোজ (দৈনিক আলোকিত বাংলাদেশ), ট্রেজারার ইশরাত ফারহিম (দ্য ইনডিপেনডেন্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেরুন রুমা (দৈনিক সমকাল), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেশমা তোহা (দৈনিক আজকের প্রভাত), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক লাবিন রহমান (দৈনিক বাংলাদেশের খবর) ,গবেষণা ও প্রশিক্ষণ সচিব কানিজ ফাতেমা লুনা (ডিবিসি নিউজ)।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন, সেবিকা রানী (দৈনিক ইত্তেফাক), মনোয়ার সুলতানা (সাপ্তাহিক সচিত্র সাংবাদিক), সামিনা আক্তার (দৈনিক যুগান্তর),ফারজানা সুলতানা (দৈনিক যায় যায় দিন), ফাতেমা আক্তার মুন্নি (দৈনিক রুপালি বাংলাদেশ), জাহিদা পারভেজ ছন্দা (পূর্ব-পশ্চিম অনলাইন), মাহাশরুপা হাসান তুবন (এবিসি বাংলা টিভি), আরিফা সুলতানা (দৈনিক বাংলাদেশের খবর), ইসমাত জেরিন স্মিতা (শেয়ার নিউজ ডটকম), সুরাইয়া নাজনিন (দৈনিক মানবকণ্ঠ), বিউটি আক্তার হাসু (দৈনিক আলোকিত বাংলাদেশ), সাবরিনা হোসেন অর্নি (চ্যানেল আই), দিপা ঘোষ (দৈনিক আলোকিত সময়) এবং দৌলতুন্নেছা রেখা (দৈনিক জনতা)।

সংগঠনটিতে বর্তমানে বিভিন্ন জাতীয় গণমাধ্যমের ১০০জন নারী সংবাদিক সদস্য হিসেবে নিবন্ধিত হয়েছেন।পর্যায়ক্রমে সব জেলার নারী সাংবাদিকদেরকেও সংগঠনের সদস্য করা হবে বলে জানান বর্তমান সদস্যরা।