বাংলাদেশের সাহিত্য নিয়ে আনন্দবাজারের রাজনীতি

জাকির তালুকদার

প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০১৭

ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গে ছিলাম। এক রবিবারে থাকা হয়েছিল কলকাতাতেও। রবিবারে আনন্দবাজারে সাহিত্যের পাতা বের হয়। সেই রবিবারে দেখলাম বাংলাদেশের খুব প্রভাবশালী, নানা পদে অধিষ্ঠিতা, বিখ্যাত লেখিকার গল্প ছাপা হয়েছে। আমার খুব ভালো লাগল। কিন্তু গল্পটি পড়তে গিয়ে লজ্জা পাচ্ছিলাম।
বিকালে কলকাতার বেশ কয়েকজন লেখকের সঙ্গে দেখা হলো। উঠল আনন্দবাজারের গল্পের প্রসঙ্গ। তারা ভদ্রতা বজায় রেখেই বললেন-- না ভাই, উনার গল্প যে এত দুর্বল হবে ভাবতে পারিনি। দুই স্ট্যাঞ্জার পরে আর পড়তে পারিনি। এই ধরনের লেখা ছাপা হলে বাংলাদেশের সাহিত্যের মান নিয়ে ভারতের বাঙালি পাঠকদের মনে খারাপ ধারণা তৈরি হবে। তারা ভাববে বাংলাদেশের সবচাইতে ভালো লেখকদের এই হাল!
আমি বলতে চেষ্টা করলাম-- আনন্দবাজার এবং কলকাতার সাহিত্য বাজার তো এই ধারণাই প্রতিষ্ঠিত করতে চায়। সেই কারণে এই ধরনের লেখক-কবিদেরই বেছে নেয় সবসময়।