সংগৃহিত

সংগৃহিত

বিমানটি ছিল ত্রুটি মুক্ত, দাবি ইউএস বাংলা কর্তৃপক্ষ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ২২, ২০১৮

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমান বন্দরে বিদ্ধস্ত হওয়া ইউএস বাংলার বিমান টিতে কোন প্রকার যান্ত্রিক ত্রুটি ছিলনা এবং ক্যাপ্টেন আবিদ সুলতান ও শারীরিক এবং মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন বলে দাবি করেছেন ইউএস বাংলা কর্তৃপক্ষ ।

 

রবিবার সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের সিইও ইমরান আসিফ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান । সিইও বলেন, ইউএস বাংলার উড়োজাহাজটিকে দেয়া ল্যান্ডিং ক্লিয়ারেন্স বাতিল না করে একই সময়ে অন্য উড়োজাহাজকে ল্যান্ডিং এর অনুমতি দিয়ে আর্ন্তজাতি নিয়ম ভঙ্গ করেছে ত্রিভুবন কর্তৃপক্ষ।

 

ইমরান আসিফ বলেন,নেপাল বাংলাদেশ সিভিল এভিয়েশন জানান উড়োজাহাজটিতে কোন যান্ত্রিক ত্রুটি ছিল না । ইউএস বাংলার তদন্তেও কোন কোন ত্রুটি ধরা পরে নি এবং ক্যাপ্টেন আবিদ সুলতান শারীরিক ও মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন । তার অবসাদগ্রস্ত হওয়ার এবং জোর পূর্বক পাঠানোর তথ্যটি সম্পূর্ণ অবান্তর ।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন পাইলট দৈনিক ১৪ ঘণ্টা ডিউটি করতে পারেন। রুল অনুযায়ী তিনি ১১ ঘণ্টা ফ্লাই করতে পারেন। দুর্ঘটনার দিন যদি আবিদ ফ্লাইট নিয়ে ঢাকায় ফিরে আসতো তাহলে তার ফ্লাইং আওয়ার ৭ ঘণ্টার কম হতো। তার ক্যারিয়ারের মোট ফ্লাইং আওয়ার প্রায় ৬ হাজার ঘণ্টা।

 

উল্লেখ্য, ইউএস বাংলা এয়ার লাইন্সের একটি বিমান ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে ৬৭জন যাত্রী, ৪ জন ক্রু মোট ৭১ জনকে নিয়ে বিদ্ধস্ত হয় । এতে ২৬ জন বাংলাদেশি সহ ৫১ জন প্রাণ হারান।