বিশ্বের প্রথম টেলিরোবটিক করোনারি ইন্টারভেনশন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ০৭, ২০১৮

গুজরাটের গান্ধীনগরের স্বামীনারায়ণ মন্দিরের একটি ঘরে বসে ইন্টারনেট সংযোগে চালিত যান্ত্রিক হাত দিয়ে ৩২ কিলোমিটার দূরে এক মধ্য বয়স্কার অ্যান্জিওপ্লাস্টি অপরেশন করলেন হৃদরোগ বিশেষজ্ঞ তেজস প্যাটেল। এটাই বিশ্বের প্রথম টেলিরোবটিক করোনারি ইন্ট্রিভেনশন।

৩২ কিলোমিটার দূরে অ্যাপেক্স হাসপাতালের অপরেশন থিয়েটারে উপস্থিত ছিলেন প্যাটেলের সহকারী চিকিৎসক ও সার্জিক্যাল টিম।

কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ওই রোগী। সেই সময়ে তার বন্ধ হয়ে যাওয়া একটি ধমনীতে অস্ত্রোপচার করা হয়। বুধবার তারই অন্য একটি ধমনীতে রোবটিক আর্ম দিয়ে সফল অস্ত্রোপচার করেন তেজস প্যাটেল।

প্যাটেল জানান, এ প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত এলাকায় সহজেই চিকিৎসা পরিষেবা পৌঁছে দেয়া সম্ভব।

উল্লেখ্য, দু`বছরে তিনশোটি সার্জারি করেছেন তেজস প্যাটেল।