‘বৈষম্য’ শর্টফিল্মের পরিচালক-প্রযোজককে পুলিশি জিজ্ঞাসাবাদ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০১৮

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা নারী বিদ্বেষী ভিডিওচিত্র ‘বৈষম্য’ শর্ট ফিল্মের পরিচালক হায়াত মাহমুদ রাহাত ও প্রযোজক সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েকজন নারীর অভিযোগের ভিত্তিতে ১৭ জানুয়ারি সকালে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়।
সিটিটিসি’র উপ কমিশনার মো. আলিমুজ্জামান গণমাধ্যামকে বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।
সাইবার ক্রাইম ইউনিটের আরেক কর্মকর্তা সূত্রে জানা গেছে, কয়েকজন নারীর অভিযোগের ভিত্তিতে রাহাত ও সাব্বিরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছে। তারা কী উদ্দেশ্যে এবং কেন এ ভিডিওটি নির্মাণ ও ইন্টারনেটে আপলোড করেছে, তা জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য, অতিসম্প্রতি ‘বৈষম্য’ শর্টফিল্মটি ইউটিউবে আপলোড করা হয়। যেখানে নারীদের প্রকাশ্যে ধূমপান করাকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে।
বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে নেতিবাচক মন্তব্যের ঝড় বইছে।