ভারতীয় আইন ব্যবস্থার বিরুদ্ধে অমিতাভ বচ্চনের ক্ষোভ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২১, ২০১৮

ভারতীয় আইন ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্বনামধন্য অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি টুইটার ব্লগে তিনি লিখেছেন, বাবার মৃত্যুর পরে তার স্থাবর-অস্থাবর সব কিছুর অধিকারই তার।

অমিতাভের আক্রমণের টার্গেট ছিল ভারতীয় ‘কপিরাইট ল’ আইন ব্যবস্থা। ১৯৫৭ সালে প্রস্তাবিত এ আইন অনুযায়ী, সাহিত্য, নাটক, সঙ্গীত বা কোনও শিল্পকর্মের স্রষ্টার মৃত্যুর ষাট বছর পরে তার কোনও সৃজনকর্মের স্বত্ত্ব তার বা তার পরিবারের অধিকার থাকবে না। এটি যে কেউ পুনরুপস্থাপন করতে পারবে। কিন্তু আইনি এ ব্যবস্থাকে সমর্থন করতে নারাজ অমিতাভ।

উল্লেখ্য, অমিতাভ বচ্চনের বাবা স্বনামধন্য কবি হরিবংশ রাইবচ্চন। তার রচিত কবিতার মধ্যে উল্লেখযোগ্য হলো, মধুশালা, অগ্নিপথ, রুকে না তুম। হরিবংশ রাইবচ্চনের মৃত্যু হয় ২০০৩ সালের ১৮ জানুয়ারি।

ভারতীয় আইন অনুযায়ী, বাবার কবিতাগুলো আর বচ্চন পরিবারের থাকবে না। তার রচিত সমস্ত কবিতা হয়ে যাবে সর্বজনীন। এ ব্যবস্থা মেনে নিতে পারছেন না বিগ বি অমিতাভ বচ্চন।