মরীচিকা

মিমিয়া তাবাসসুম

প্রকাশিত : আগস্ট ০৯, ২০১৮

সে তো এক অধরা মরীচিকা। যা দৃষ্টিভ্রম ঘটায় প্রতিনিয়ত। মিথ্যে আশায় ছুটে চলতে শেখায় অবিরাম। নিত্যনতুন মরীচিকা আমাদের প্রলোভন দেখায় সামনে এগিয়ে যেতে। দিনশেষে দেখা যায়, সবটাই গুড়ে বালি।

বর্তমানে আমাদের দেশটার অবস্থাও ঠিক এমন। যখনই মনে হয়, এবার বুঝি পরিবর্তন আসবে, এবার হয়তো আশার নতুন দিগন্ত উন্মোচিত হবে; ঠিক তখনি আশার সূর্যখানা টুপ করে অস্তমিত হয়ে যায়।

যখন চারদিকে তরুণ সমাজের অবক্ষয়, গুণীজনরা যখন বলতে শুরু করেন, ‘আজকালকার ছেলেমেয়েরা একেবারে উচ্ছন্নে গেল’ তখন তরুণ সমাজ দেখালো, তারা এখনো দেশের হাল ধরার ক্ষমতা রাখে এবং সেটা তথাকথিত ও স্বনামধন্য অনেক জ্ঞানীগুণীদের চেয়ে ঢের ভালো নিয়মে। কিন্তু দিনশেষে ফলাফল শূন্য। আর তা বরাবর শূন্যের কোঠাতেই থেকে যাবে।

আমরাও নির্বিকার চিত্তে সব সহ্য করে যাই। টগবগে প্রাণ ঝরে গেলেও আমাদের প্রতিবাদ ফেসবুকে ইভেন্ট খোলা কিংবা কয়েকখানা জ্বালাময়ী স্ট্যাটাস দেয়া পর্যন্তই সীমাবদ্ধ। দু’দিন পর সেই আমরাই আবার সব ভুলে হ্যাশট্যাগ উৎসবে মেতে উঠি।

হ্যাঁ, আমরা সেই ভোজন রসিক বাঙালি, যারা খাবারের সাথে সকল অন্যায়-অবিচার আর বিবেকটাকে হজম করে ফেলি নির্দ্বিধায়।