মাকে আবেগময় চিঠি শ্রীদেবী কন্যার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ০৩, ২০১৮

সপ্তাহখানে আগে দুবাইতে এক পারিবারিক অনুষ্ঠানে গিয়ে হঠাৎ করেই মারা যান বলিউড অভিনেত্রী শ্রীদেবী। মৃত্যুর সময় তার পাশে থাকতে পারেননি বড়কন্যা জাহ্নবী। অথচ জাহ্নবী ছিলেন মায়ের ওপর অনেক বেশি নির্ভরশীল। মায়ের মৃত্যুতে তিনি খুবই ভেঙে পড়েছেন। মাশূন্য জীবনের অনুভূতি নিয়ে শনিবার দুপুরে তিনি আবেগময় একটি চিঠি লিখছেন।

জাহ্নবীর আজ একুশতম জন্মদিন। এ দিনেই মাকেই সবচে বেশি মনে পড়ছে মেয়ের। চিঠিটি নিজেই ইনস্টাগ্রামে ভক্তদের জন্য প্রকাশ করেছন জাহ্নবী। চিঠিতে তিনি লিখেছেন, মা তার জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবেন। তিনি সর্বদা তার বুকের মাঝে সেই তাগিদ অনুভব করছেন, যা তাকে অবশ্যই শিখতে হবে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, জাহ্নবীর সঙ্গে শ্রীদেবীর সম্পর্কটা মা-মেয়ের চেয়েও অনেক বেশি গাঢ় ছিল। জীবনের পথে মায়ের পরামর্শই ছিল জাহ্নবীর পাথেয়।  শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী। মা শ্রীদেবীকেই নিজের আদর্শ মানেন জাহ্নবী।
 
জাহ্নবী চিঠিতে আরও লেখেন, শূন্যতার মাঝেও আমি তোমার ভালোবাসা অনুভব করতে পারছি। প্রত্যেকবার চোখ বন্ধ করলেই আমার মধুর সব বিষয়গুলো মনে পড়ছে।

জাহ্নবী লেখেন, তিনি হতাশা, আক্রোশ ও হিংসা বুঝতেন না। আর তাই, আসুন তেমনটাই হই। শুধু ভালোগুলো ধারণ করি এবং ভালোবাসি। এটাই তাকে সুখি করবে। এমনকি মৃত্যুর পরেও এটি তাকে সন্তুষ্ট করবে।

উল্লেখ্য, স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশিকে নিয়ে দুবাইয়ে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন শ্রীদেবী। করণ জোহরের ‘ধড়ক’ ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় যেতে পারেননি জাহ্নবী। সেখানেই ২৪ ফেব্রুয়ারি দুর্ঘটনাবশত পানিতে ডুবে গিয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। প্রাথমিকভাবে জানানো হয়< হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। কিন্তু পরে জানানো হয়, বাথটাবের পানিতে ডুবের মারা যান শ্রীদেবী।