শাহবাগে সমাবেশ: গাজী রাকায়েতকে গ্রেফতারের আহ্বান

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২১, ২০১৮

‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ ব্যানারে আয়োজকরা বিশিষ্ট নাট্যশিল্পী গাজী রাকায়েতকে গ্রেফতারের আহ্বান জানিয়েছে। আজ বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা জানায়, সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের ভিকটিমের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দায়ের করেছেন গাজী রাকায়েত। এ মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে ৩১ মার্চ শাহবাগে প্রতিবাদকারীরা আবারও সমাবেশ করবে।

এদিকে, অভিযোগ তদন্তাধীন সময়ে কিভাবে গোপনে মামলায় রূপান্তর করা হয়েছে সেটি নিয়েও প্রশ্ন তুলেন বক্তারা। তারা বলেন, মামলা করে কাউকে হয়রানি করা গাজী রাকায়েতের এই দুঃসাহস কেমন করে হয়, তাও তাদের বোধগম্য নয়। সরকারের ঘোষণা ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ৫৭ ধারার মামলা নেয়ার জন্য। তাহলে গাজী রাকায়েত কি এতই পাওয়ারফুল যে, অন্যায় করেও ভিকটিমের বিরুদ্ধে মামলা করেছেন।

বক্তারা আরও জানান, ঘটনা ঘটার পর রাকায়েত বলেছিলেন তার মোবাইল হ্যাক করা হয়েছে। আবার কখনও বলেছেন তার স্টুডেন্টরা এটি করেছে। সেটাই যদি হয়, তাহলে কেন আপনার স্টুডেন্টকে হাজির করছেন না। উল্টো ভিকটিমের বিরুদ্ধে মামলা করে রাকায়েতের আসল চরিত্র ফুটে উঠেছে যে, তিনিই সেই কাজটি করেছিলেন। যদি আপনার স্টুডেন্টরা কাজটি করে থাকে তাহলে ভিকটিম সঙ্গীতার বিরুদ্ধে মামলা কেন? যৌন ও বিকৃত রুচিহীন মন্তব্য করার কারণে রাকায়েতকে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে বিভিন্ন মিডিয়া কর্মী, গণজাগরণ মঞ্চের কর্মী ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।