সার্কেল: নর-নারী সত্তার ভাবদর্শন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০১৮

শান্তনু হালদার একজন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা। তার প্রথম প্রামাণ্য চলচ্চিত্র ‘দি ওয়েভ’ দেশ-বিদেশের বিভিন্ন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। প্রশংসার পাশাপাশি জিতেছে পুরস্কার। এবার তিনি নির্মাণ করলেন ‘সার্কেল’ শিরোনামে একটি প্রামাণ্য চলচ্চিত্র।
চৈত্র সংক্রান্তি উৎসব বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য। টাঙ্গাইলের ভাদ গ্রামের সংক্রান্তি উৎসবে চড়ক পূজা, কৃত্য, উপাচার টানা পাঁচ বছর তিনি ক্যামেরাবন্দি করেন। এরপর সম্পাদনার টেবিলে বসে তৈরি করেন ‘সার্কেল’।
গণমাধ্যমকে শান্তনু বলেন, নর ও নারী সত্তার ভাবদর্শন, দেহতত্ত্ব, সর্বপ্রাণবাদ ও কালসম্পর্কিত দর্শন এ চলচ্চিত্রের মূল উপজীব্য। দশাগ্রস্ত কৃত্যমূলক পরিবেশনার মাধ্যমে উৎসব সংশ্লিষ্ট মানুষ সকল নিত্যকার জীবন ভুলে অনিত্যের দিকে যাত্রা করে। এ যাত্রার মধ্য দিয়ে নিত্যকার জীবনে বাঁচবার নতুন রসদ খুঁজে পায় ওই উৎসবে।
২৮ মিনিট ব্যাপ্তিকালের এ চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। সম্পাদনায় রিপন সাহা। ক্যামেরায় খান আল মামুন ইসলাম ও শান্তনু হালদার। ধারা বর্ণনা করেছেন লালটু হোসেন। সাব টাইটেল করেছেন শাহমান মৈশান ও জায়েদ সিদ্দিকি।
প্রয়াত অভিনেতা দিলীপ চক্রবর্তীকে ‘সার্কেল’ উৎসর্গ করা হয়েছে। চলচ্চিত্রটি ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিচুয়াল বিভাগে ১৯ জানুয়ারি রাশিয়ান কালচারাল সেন্টারে প্রদর্শিত হবে।