‘স্টার ভয়েস কনটেস্ট ২০১৮’ ৬ এপ্রিল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২৩, ২০১৮

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে স্টার ভয়েস কনটেস্ট ২০১৮। সংগীত প্রতিভা অন্বেষণমূলক এ ইভেন্টটির অনুপ্রেরক দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী।

জীবনমুখী গানের চেতনাকে সামনে রেখে নিজের কথা, সুর ও গাওয়া গান দিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, লেখক ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক।

মানিক মিউজিক নামে ইউটিউবভিত্তিক এ প্রতিযোগিতায় দেশ ও দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে শিল্পীদের কণ্ঠে গান জমা পড়েছিল এক হাজার ৯২৫টি। গত ছয় মাস যাচাই ও বাছাই করে সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ করা হয়েছে পাঁচ প্রতিযোগীকে।

উত্তীর্ণরা হলেন, আব্বাস খান (কলকাতা), সাজ্জাদ মনির (ঢাকা), ইমতিয়াজ আহমেদ (নারায়ণগঞ্জ), আবদুল্লাহ বিন ফয়েজ (ঢাকা) এবং এবি সিদ্দিক (লালমনিরহাট)। এ মঞ্চে দেশের গুণীজন ছাড়াও বরেণ্য সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর উপস্থিত থাকার কথা রয়েছে।

মূল পর্বের এ আসরে বিচারক হিসেবে থাকবেন প্রখ্যাত গীতিকবি ও সংগীতজ্ঞ শহীদুল্লাহ ফরায়জী। স্টার মেকার বিচারক হিসেবে জনপ্রিয় লেখক, নাট্যকার ও গীতিকার অনুরূপ আইচ এবং স্টার ভয়েস বিচারকের আসনে থাকছেন নাট্যকার ও গীতিকার রেজাউর রহমান রিজভী। চূড়ান্ত পর্বের বিচারকর্মের সমন্বয়ক হিসেবে রেডিও ব্যক্তিত্ব ও কবি আবিদ আজম থাকবেন। সেভেন্টিওয়ান টেলিমিডিয়ার আয়োজনে স্টার ভয়েস কনটেস্টের ডিজাইন যৌথভাবে করেছেন জায়েদ হাসনাইন ও মোজাম্মেল প্রধান।