করোনাশূন্য তুর্কমেনিস্তান, কী তাদের কৌশল?

হিয়া মুখোপাধ্যায়

প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২০

গুরবাঙ্গুলি বার্দিমুহামেদোর নাম শুনেছেন? না শুনলে লজ্জিত হবেন না। এই ক’দিন আগে পর্যন্ত আমিও শুনিনি। ভদ্রলোক তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট। দেশটার নাম চেনা চেনা ঠেকছে? মধ্য এশিয়ার ছোট্ট একটা দেশ। দেশের অধিকাংশটাই মরুভূমি। ৯১ পর্যন্ত সোভিয়েতের অংশ ছিল। প্রবাদপ্রতীম সিল্ক র‍্যুটের একটা উল্লেখযোগ্য অংশ এই দেশের মধ্যে দিয়ে বিস্তৃত। জনসংখ্যা ষাট লাখের কাছাকাছি। জিওপলিটিকালি ত্যামন গুরুত্বপূর্ণ কোনো দেশ নয়। কিন্তু গুরুত্ব দেয়ার মতো ঘটনা হলো, এই দেশে এখনো পর্যন্ত কোনো রিপোর্টেড কোভিড ১৯ কেস নেই।

এই পর্যন্ত পড়ে নড়েচড়ে বসি। যে ভাইরাস গ্রীনল্যান্ডের এস্কিমো অবধি পৌঁছে যায়, গোটা বিশ্বের তাবড় মহাশক্তিরা যার কাছে নাকানিচোবানি খাচ্ছে, এশিয়ার মধ্যিখানে গেঁড়ে বসা একটা পুঁচকে দেশে সে এখনো পৌছলো না! ওয়ার্ল্ড ম্যাপ দেখে আরো বোম্বাচাক। দক্ষিণের বর্ডারে ঘেঁষাঘেঁষি দুটো দেশ আফগানিস্তান ও ইরান। হ্যাঁ, ইরান। হালে মার্কিন যুক্তরাষ্ট্রের নাজেহাল অবস্থা হওয়ার আগপর্যন্ত ইতালির সাথে সাথে করোনা ভাইরাসে চরমতম আক্রান্ত যে ক’টা দেশ ছিল তার একদম উপরের সারিতে ছিল ইরান। কোন মন্ত্রবলে তাহলে তুর্কমেনিস্তান এমন অসম্ভব সাধন করলো!

নিউজ আর্টিকল ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে আসে লোম খাড়া করা তথ্য। মহামহিম বার্দিমুহামেদোর খামখেয়ালি হিসেবে দুর্নাম আছে বাজারে। একচ্ছত্র ক্ষমতার অধিকারী হলে এমনটা হয় বটে মাঝেসাঝে। তো ইনি ভাইরাস মোকাবিলায় একটা সম্পূর্ণ অনন্য পন্থা বেছে নিয়েছেন, মনোচিকিৎসার ভাষায় যাকে `ডিনায়াল` বলা হয়ে থাকে। বিষয়টা একটু খোলসা করেই বলি। ধরুন, আপনার হাঁপানি হয়েছে। হতেই পারে। অনেকেরই হয়। ডাক্তার দ্যাখালে, নিয়মিত ওষুধ খেলে দিব্যি সামলানো যায়। কিন্তু আপনি সেসব করলেন না। কারণ আপনার মতো হ্যান্ডসাম হাঙ্কের হাঁপানি হতেই পারে না। জাস্ট আপনি জিমে গিয়ে ডাম্বেল ভাঁজতে থাকলেন আর ইন্সটায় সেল্ফি দিলেন `ফিলিং ফ্রেশ’। ফলে কালে কালে যা হওয়ার তাই হয়, উপযুক্ত পথ্য পেলে যে জিনিস সমূলে বিনাশ হতো বিনা চিকিৎসায় তা-ই ক্রমে প্রাণঘাতি হয়ে ওঠে।

মেগ্যালোম্যানিয়াকদের আবার এ রোগের প্রবণতা বেশি। এনাদের আবার দশমণি ইগো তো! শ্বাস যাক কিন্তু সোয়্যাগ যাওয়ার নয়। তো এই বার্দিমুহামেদো মশাই করেছেনটা কি, নিজের দেশে `করোনা` শব্দটাই ব্যান করে দিয়েছেন। মাইরি! রাস্তাঘাটে কেউ `করোনা` বা `কোভিড` সংক্রান্ত আলোচনা করলেই সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে গিয়ে দমাদ্দম পেটাচ্ছে। এমনকি আরেক কাঠি উঠে ভদ্রলোক মাস্ক পরাও ব্যান করেছেন। করোনার মতো করুণ রোগ আবার ওনার রামরাজ্যে হয় নাকি! আর সেটা সজোড়ে প্রমাণ করার জন্যই হয়তো বা গত হপ্তায় একটা বর্ণাঢ্য বাইক র‍্যালিরও ব্যবস্থা করেছিলেন। লোকে ভিড় করে রগড় দেখেছে। ব্যাস, নো অ্যাক্টিভ কেস!

তো এই হলো গল্প। ভাবছেন মস্করা করছি? এমন আবার হয় নাকি? দিব্যি হয়। চাইলেই হয়। বিশ্বাস না হলে গুগলে গিয়ে দেখুন। ক্ষমতার দম্ভে মাথায় আর কী কী পোকা নড়ে তা কি আর আপনার আমার মতো সামান্য লোকে জানবো! সে কবি যতই লিখুন `অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?` আর এমন উদাহরণ চাইলে আরো থরেথরে পাবেন। সর্বত্র। কে জানে, হয়তো বা ঘরের কাছেই...

লেখক: গবেষক। জন্ম ও বসবাস পশ্চিমবঙ্গের কলকাতায়