‘অযুদ-লক্ষ-নিযুত-কোটি’ নাটকের প্রধান চরিত্রে গৌতম

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৫, ২০২০

আরটিভি আয়োজন করেছে "তরুন নির্মাতার নতুন গল্প" নামে এক প্রতিযোগিতা। যেখানে ৫-১০ মিনিটে ব্যাপ্তির নাটক থাকছে। এমনই এক নাটকে অভিনয় করেছেন গৌতম সাহা। তিনি এর আগে বেশকিছু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। নতুন এ নাটকটির বিষয়ে গৌতম সাহা বলেন, মূলত একটি জমিকে কেন্দ্র করেই নাটকের গল্প। আমার একটি জমি ভালো দামে আমি বিক্রি করতে চাই। তবে যখন বিক্রি করতে চাই তখন এটি বিক্রি করতে পারিনি। আর যখন আমার অফিসের বস জমিটি কিনেন তখন আমার স্ত্রী মারা যান। জমির টাকা সেসময় কোনো কাজে আসে না আমার। এমনই একটি সুন্দর গল্প নিয়ে নাটকটি তৈরী হয়েছে। যার নাম ‘অযুদ-লক্ষ-নিযুত-কোটি’। রচনা ও পরিচালনা করেছেন আলভী রায়হান সীমান্ত। সহযোগী পরিচালক হিসেবে ছিলেন জনপ্রিয় নৃতশিল্পী,মডেল এবং উপস্থাপিকা বারিশ হক। এ নাটকে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপ (ব্যবসায়ী) , কাজী লালীন(মা), পুশন (মেয়ে), নিলয় (অফিস স্টাফ), লামহা মুন (বান্ধী) এবং ভিকি। উল্লেখ্য, নির্মাতা আলভী রায়হান সীমান্ত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া ও কমিউনিকেশনে পড়াশোনা শেষ করেন।২০১৬ সালে ইউএসএইড এভিসি ডকুমেন্টরী প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। তারপর সহযোগী পরিচালক হিসেবে কাজ করেন দেশের বেশকিছু নামী নির্মাতার সাথে।