আজ বছরের শেষ সূর্যগ্রহণ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ০৪, ২০২১

আজ শনিবার বছরের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্য ও পৃথিবীর মধ্যখানে চলে আসবে চাঁদ। চাঁদের আড়ালে ঢাকা পড়বে সূর্য। কেবল একটা বলয় দৃশ্যমান থাকবে। রচিত হবে ‘রিং অফ ফায়ার’। আকাশের কোলে বিচ্ছুরণ ঘটাবে এক অপূর্ব সৌন্দর্য।

সাধারণভাবে সূর্যের খণ্ডগ্রাস ও পূর্ণগ্রাস গ্রহণ ছাড়াও এই বলয়গ্রাস গ্রহণ দেখা যায়। বছরের শেষ এই গ্রহণটি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও আটলান্টিক মহাসাগরের দক্ষিণ প্রান্ত থেকে।

বাংলাদেশ থেকে দেখা যাবে না এই সূর্যগ্রহণ। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় এই গ্রহণ শুরু হয়ে শেষ হবে ৩টা ৩৭ মিনিটে।