আন্তর্জাতিক গানে কণ্ঠ দিলেন আমেরিকা প্রবাসী তিন তরুণ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ২১, ২০২০

এসজে আহমেদ, পাপী মনা এবং এলমাস আশরাফ। আমেরিকায় বসবাস করেন তারা। করোনার এই সময়ে বিশ্বের অনান্য দেশের সঙ্গে আমেরিকায়ও প্রচুর বাংলাদেশী এরইমধ্যে মারা গেছেন। তাদেরকে উৎসগ করে নতুন গান রচনা করেছেন ও গেয়েছেন পাপী মনা, এসজে আহমেদ ও এলমাস আশরাফ। গানটির নাম ‘গার্ডেন অব ডেথ’। শিল্পী পাপী মনা বলেন, গানটির সুর করেছেন এসজে আহমেদ। আর গান লেখার পাশাপাশি কন্ঠ দিয়েছি আমি, এসজে ও এলমাস আশরাফ। গানটির ভিডিও পরিচালনা করেছি আমি ও এসজে আহমেদ। গানটি করোনা আক্রান্ত সকলকে উৎসর্গ করে গাওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে আইটিউন, স্পোটিফাই, গুগল প্লে, ই-মিউজিকে প্রকাশ হয়েছে। আশা করি, সকলে এটি পছন্দ করবেন। এছাড়া শিল্পী পাপী মনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি দর্শকরা দেখতে পাবেন।