আপনি ভালোবাসেন, সে বাসে কীনা তা বোঝার উপায়

ছায়াবীথি শ্যামলিমা

প্রকাশিত : আগস্ট ২৪, ২০১৯

আপনি মেয়েটাকে ভালোবাসেন। কিন্তু মেয়েটি আপনাকে ভালোবাসে কীনা, তা আপনি জানেন না। কিন্তু আপনার ভালোবাসার কথা তাকে জানাতে চান। তবে সঙ্কোচ আছে। একইসঙ্গে ভয়ও। মেয়েটি যদি আপনাকে ভালো না বাসে, তাহলে কী লজ্জার ব্যাপারই না হবে। কিম্বা এমনও হতে পারে, মেয়েটি বিবাহিত। সেক্ষেত্রে তো মেয়েটির রিঅ্যাক্ট প্রচণ্ড হলে সামাজিকভাবে আপনি অপমানিত হয়ে যাবেন। এইসব কত কত ভাবনা যে আপনার দুরুদুরু বুকে, তা কেবল আপনিই জানেন।

মনে রাখবেন, যদি কেউ আপনার প্রতি আগ্রহী হয় তাহলে সে আপনার সামনে এমন আচরণ করবে যা সে সচরাচর অন্যদের সাথে করে না। এর মানে, সে আসলে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায় যাতে আপনি তাকে লক্ষ্য করেন। এছাড়া কিছু কিছু কাজের মাধ্যমে সে আপনাকে বোঝাতে চাইবে, আপনি তার কাছে অন্য মানুষদের থেকে আলাদা।

কেউ যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনি যখন তার আশপাশে থাকেন, তখন সে যেকোনো কাজ আগের চেয়ে বেশি উদ্যমের সাথে এবং অন্যদের তুলনায় ভালোভাবে করার চেষ্টা করে। এর কারণ আপনার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া। যে মানুষটি আপনার কাছাকাছি থাকার চেষ্টা করে, আড্ডা বা গল্পগুজবে আপনার পাশে বসতে চায়, হাসিঠাট্টার চেষ্টা করে করে— দেরি না করে আপনিও আপনার মনের অনুভূতি তাকে বলে ফেলুন। বলা যেতে পারে, এটিই সবচেয়ে সহজ পদ্ধতি, যার মাধ্যমে আপনার প্রতি কারো অনুভূতি আপনি অনুমান করতে পারবেন।

সহজ একটি কথা মাথায় রাখতে হবে। যে আপনাকে পছন্দ করবে, সে আপনার বিষয়ে ভালোভাবে জানতে চাইবে। সেটা প্রত্যক্ষভাবেও হতে পারে, আবার পরোক্ষভাবেও হতে পারে। প্রত্যক্ষভাবে হলে সে আপনাকে সরাসরি জিজ্ঞাসা করবে। গল্প আড্ডা, মোবাইলে আলাপ বা সোস্যাল মিডিয়াতে চ্যাটিংয়ের মাধ্যমে আপনার সম্পর্কে জানতে চাইবে। আর পরোক্ষভাবে হলে সে আপনার পরিচিত কারো কাছ থেকে আপনার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চাইবে। অথবা আপনার সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে আপনার বিভিন্ন কর্মকান্ড পর্যালোচনা করে তার উপর অনুমানের ভিত্তিতে আপনার ভালো লাগার বিষয়গুলি সম্পর্কে ধারণা নেবে।

তবে যেভাবেই সে জানুক না কেন, আপনার দেখার বিষয়টি হচ্ছে, সে আপনার পছন্দ অপছন্দকে গুরুত্ব দিচ্ছে কিনা। অর্থাৎ আপনি না বলার পরও যদি সে আপনার ভালো লাগার কাজগুলি করে এবং আপনার অপছন্দনীয় কাজগুলি করা থেকে নিজেকে বিরত রাখে, তাহলে এটি অনেকখানিই নিশ্চিত যে সে আপনার প্রিয়পাত্র হওয়ার জন্য চেষ্টা করছে। এমনিক, বিশেষভাবে আপনি যাতে সেটি লক্ষ্য করেন, সেই চেষ্টা করে যাচ্ছে।

সে আপনার প্রতি আগ্রহী। এর মানে কিন্তু এটা নয় যে, আপনি নিজের জায়গায় পুরোপুরি সঠিক। নিজের সবচেয়ে ভালো গুণাবলি তার সামনে তুলে ধরার চেষ্টা করুন এবং যথাসম্ভব নিজেকে জাহির করার প্রবণতা থেকে বিরত থাকুন। এর মাধ্যমে আপনার প্রতি যে আকৃষ্ট তাকে পাওয়ার সম্ভবনাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে যারা আপনার প্রতি আগ্রহী নয়, তাদেরকেও আপনার ব্যক্তিত্বের প্রতি আগ্রহী করে তুলবে।