আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৬২

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৯, ২০১৯

আফগানিস্তানের পূর্বাঞ্চলের নাঙ্গারহার প্রদেশে একটি মসজিদে জুমার নামাজের সময় জোড়া বোমা হামলায় অন্তত ৬২ মুসল্লি নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মুসল্লি। শুক্রবার দুপুর দেড়টার দিকে প্রদেশের রাজধানী জালালাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে হাকসা মিনা জেলার জাও দারার এলাকার মসজিদে এ হামলা হয়।

কর্মকর্তারা বলছেন, দুটি বোমা মসজিদের ভেতরে পেতে রেখে এ হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি বলেন, “নামাজের সময় হঠাৎ দুই দফায় বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙে পড়ে। এতে নামাজরত মুসল্লিদের রক্তে ভেসে যায় মসজিদ।”

স্থানীয় বাসিন্দা ওমর গোরজ্যাং বলেন, “বিস্ফোরণের সময় মসজিদে ৩৫০ জনের মতো মুসল্লি ছিল। বিস্ফোরণ ঘটলে গোটা মসজিদে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়।

এর আগে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জাতিসংঘ জানায়, আফগানিস্তানে সাম্প্রতিক অতীতের তুলনায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেসামরিক নাগরিকের প্রাণহানির সংখ্যা ‘নজিরবিহীন’ ছিল।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণির মুখপাত্র সেদিদ সিদ্দিকী টুইটার বার্তায় এ ঘটনায় বোমা হামলার নিন্দা জানিয়েছেন।