আমাদের দেশ তাজ্জবের দেশ: পররাষ্ট্রমন্ত্রী

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ০২, ২০২১

বাংলাদেশ তাজ্জবের দেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, “আমাদের দেশ একটা তাজ্জবের দেশ। একজন মারা গেলেই সে কী কারণে মারা গেল, আমরা কিন্তু জানি না, মারা গেলেই তখন এটা নিয়ে বিদেশিরা খুব উদ্বেগ প্রকাশ করে। দেশের লোক করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিদেশের লোকগুলো এ ব্যাপারে খুব উদ্বেগ প্রকাশ করে, এটা একটা তাজ্জবের জায়গা।”

ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১৩টি কূটনৈতিক মিশনের প্রধান উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন।

এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে মোমেন আরও বলেন, “আমেরিকাতেও বহু লোক জেলে মারা যায়। কিন্তু সেখানে এ ধরনের মৃত্যু নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন আসে না।”

তিনি বলেন, “বিদেশি কেউ বিবৃতি দিলে অন্যান্য দেশ সেভাবে গুরুত্ব দেয় না। কোনো মলে বা বিশ্ববিদ্যালয়ে লোক মারা গেলে যদি বাংলাদেশের রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করে, তা হলে কোনো মিডিয়া এটা প্রকাশ করবে না।”

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমাদের দেশে বিদেশিরা যে উদ্বেগ প্রকাশ করেন, আপনারা মিডিয়ার লোক, এগুলো বর্জন করা উচিত। ওইসব লোক এসে এখানে মাতব্বরি করবে কেন? এ ধরনের বিষয় প্রকাশ করা থেকে আপনাদের বিরত থাকা উচিত।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ক্ষমতায় পালাবদলের পর প্রথম সফরে ২২ ফেব্রুয়ারি দেশটিতে যান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। রোববার রাতে তিনি দেশে ফেরেন।