আল্লামা ইকবালের কয়েকটি দর্শন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ২১, ২০১৯

আল্লামা ইকবালের দর্শনের মূলতত্ত্ব আত্মা। এ ধারণার ওপর ভিত্তি করেই তার দর্শনের ভিত্তি গড়ে ওঠে। তার মতে, আত্মা বাস্তব সত্তা এবং নিজের শক্তিতেই এ সত্তা অস্তিত্বশীল। অতিন্দ্রিয় অনুভূতির মাধ্যমে আমরা এ সত্তাকে জানতে পারি।

ইকবালের ভাষায়: আত্মাকে এরকম উন্নত করো যেন তোমার প্রতিটা ভাগ্যলিপি লেখার আগে আল্লাহ জিগেশ করেন, কি তোমরা ইচ্ছে?

 

রাজনীতি: রাজনীতির মূল রয়েছে মানুষের আত্মিক জীবনের গভীরে।

ধর্ম: ধর্ম কোনো মতবাদ নয়, কোনো পৌরহিত্য নয়, কোনো অনুষ্ঠান নয়, বরং ধর্ম এমন একটি জীবনবিধান যা মানুষকে বিজ্ঞানের যুগেও তার দায়িত্ব পালনে প্রস্তুত করে এবং তার প্রতীতিকে দৃঢ় সক্ষম করে দেয়, যার ফলে সে সত্যোপলব্ধিতে সক্ষম হয়ে ওঠে।

তিনি আরো বলেন, “ধর্ম পদার্থ বিদ্যাও নয়, রসায়ন শাস্ত্রও নয় যে, ল্যবরেটরিতে তাকে Experiment ও পরীক্ষা করে বুঝতে হবে। Religion aims at realing the realsignigicance of a special variety of woman experience.

দেশপ্রেম: আমার দৃষ্টিতে দেশপ্রেম এবং দেশপূজা এক কথা নয়।

জাতিগত বৈষম্য: আরব আমার ভারত আমার চীনও আমার নয় যে পর/বিশ্ব জোড়া মুসলিম আমি সারাটি জাহান বেঁধেছি ঘর।

শিল্প-বিজ্ঞান: নীতিবোধ ও সুষ্ঠু জীবনবোধ ছাড়া শিল্প-বিজ্ঞান সব ব্যর্থ। সত্যের মূর্ত প্রতীক প্রতিচ্ছবি হলো শিল্প-বিজ্ঞান।

সমাজ: আল্লাহর একত্ব, সার্বভৌমত্ব ও মানব ভ্রাতৃত্বই হলো ইসলামি সমাজের মূল বিষয়। সমাজ ছাড়া ব্যক্তির চিহ্ণ নেই। সুষ্ঠু সমাজ ব্যবস্থা ব্যক্তিকে সুসংহত করে তোলে। সমাজ জীবন মানুষের পক্ষে অপরিহার্য। বুদ্ধি, আবেগ ও উজ্জ্বল্য প্রশংসার। কিন্তু কেবল মাত্র বুদ্ধিমত্তা যথাযথ নয়। প্রেম ও নীতির যাদস্পর্শ ছাড়া বুদ্ধি নিরর্থক। ঈমান, চিন্তা ও আবিষ্কার সুন্দর জীবনের তিনটি নক্ষত্র।

রাষ্ট্র: The state According to Islam, in only an ebbort to realize the Spiritual in a human organization, But in this sense all state not based on mere domination and aiming at the realization of ideal principles, is theoretic.