কিম জং-উন

কিম জং-উন

‘উ.কোরিয়ায় করোনা রোগী দেখামাত্রই গুলি’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০২০

উত্তর কোরিয়ায় কারো করোনা হলেই তাকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন কমান্ডার রবার্ট আব্রাহাম। বৃহস্পতিবার ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাট্রেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ আয়োজিত অনলাইন কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

রবার্ট আব্রাহাম বলেন, “দেশে করোনার সংক্রমণ ঠেকাতে মর্মান্তিক পদ্ধতি অবলম্বন করেছেন উত্তর কোরিয়ার স্বৈরাচারি শাসক কিম জং-উন। করোনা আক্রান্ত কোনো ব্যক্তির চিকিৎসার বদলে দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন কিম। এজন্য একটি বিশেষ বাহিনীও তৈরি করা হয়েছে।”

উল্লেখ্য, বিশ্বের অন্যতম আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশ উত্তর কোরিয়া। তাদের একমাত্র সহযোগী দেশ প্রতিবেশী চীন। সেদেশ থেকেই প্রয়োজনের ৮৫ শতাংশ সামগ্রী আমদানি করে পিয়ংইয়ং। কিন্তু করোনা ঠেকাতে জানুয়ারি মাসের শুরুতেই চীন সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া।

জুন মাসে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয় বলে দেশটির সরকারি গণমাধ্যমে ঘোষণা করা হয়। পাশাপাশি চীন সীমান্তের দুই কিলোমিটার আগে নতুন বাফার জোন তৈরি করা হয়। ফলে সীমান্ত দিয়ে চোরাচালান অনেকটাই বন্ধ হয়ে গেছে। তার প্রভাব পড়েছে জিনিসপত্রের দামে।

বিশেষজ্ঞদের মতে, দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করাই এখন কিমের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এখনই কোনো বড় সামরিক পদক্ষেপ গ্রহণ করবে না পিয়ংইয়ং। সূত্র: টাইমস অব ইন্ডিয়া