উৎসবে আজ ‘ন ডরাই’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২০

১১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৮তম আসরের। শুরুর দিন থেকেই বিশ্বের বিভিন্ন দেশের ছবির সঙ্গে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে প্রতি সন্ধ্যায় দেখানো হচ্ছে বাংলাদেশের ছবি।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দেখানো হবে গেল বছরের শেষে মুক্তি পাওয়া বহুল আলোচিত ছবি ‘ন ডরাই’। সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প নিয়ে স্টার সিনেপ্লেক্সের প্রথম প্রযোজিত ছবি ‘ন ডরাই’। ছবিটি দেখে প্রশংসা করছেন সাধারণ দর্শক। আলোচনায় থাকা এই ছবিটি এবার চলচ্চিত্র উৎসবে দেখার সুযোগ!

 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শাহবাগস্থ পাব্লিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে দেখানো হবে ছবিটি। প্রদর্শনীতে নির্মাতা, চলচ্চিত্রের কলাকুশলীরা উপস্থিত থাকবেন।

 

গতানুগতিকতার বাইরে গিয়ে ভিন্নধর্মী সিনেমা নির্মাণের চ্যালেঞ্জ নিয়েছে স্টার সিনেপ্লেক্স। তার প্রথম নিদর্শন ‘ন ডরাই’। সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র এটি। ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের সত্যি জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ ছবি।

 

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল। আরো আছেন সাঈদ বাবু, শরীফুল রাজসহ অনেকে। ছবির চিত্রনাট্য লিখেছেন দেবের ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ ছবির চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত।