কবি তালিম হোসেনের আজ ১০২তম জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২৯, ২০২০

মুসলিম জাতিসত্তার কবি তালিম হোসেনের আজ ১০২তম জন্মদিন। ১৯১৮ সালের ২৯ অক্টোবর বৃটিশ-ভারতের নওগাঁ মহাকুমার বদলগাছিতে তিনি জন্মগ্রহণ করেন। দেশের অন্যতম খ্যাতনামা এই কবি অনুবাদক ও সাহিত্য সম্পাদক হিসেবেও সমধিক পরিচিত ছিলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনুসারী এ সাহিত্যপুরুষ  মানবতাবাদী এবং ইসলামের সাম্য, শান্তি ও কল্যাণের আদর্শে বিশ্বাসী এ কবি ইসলামি আদর্শ, ঐতিহ্য ও মূল্যবোধের রূপকার। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ‘বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৫)’ এবং ‘একুশে পদকসহ (১৯৮২)’ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।

পারিবারিক জীবনে তালিম হোসেন ১৯৪৮ সালে মাফরুহা চৌধুরীকে বিয়ে করেন। মাফরুহা চৌধুরী ছিলেন দৈনিক বাংলা পত্রিকার মহিলা বিষয়ক পাতার সম্পাদিকা। তাদের তিন মেয়ে এবং দুই ছেলে। তিন মেয়ে শবনম মুশতারী, পারভীন মুশতারী ও ইয়াসমিন মুশতারী নজরুল সঙ্গীত শিল্পী।

বড় মেয়ে শবনম মুশতারী ১৯৯৭ সালে সঙ্গীতে অবদানের জন্য একুশে পদক লাভ করেন। এক ছেলে শাহরিয়ার চৌধুরী কম্পিউটার বিজ্ঞানী ও অন্যজন হাসনাইন চৌধুরী বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন।

উনিশ শতকের মাঝামাঝিতে কবি তালিম হোসেন তৎকালীন মাহে নও পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। তার প্রচেষ্টায় গড়ে ওঠে ‘নজরুল একাডেমি’।

তালিম হোসেন তার রচনায় ইসলামি আদর্শ, ঐতিহ্য ও মূল্যবোধ ফুটিয়ে তুলেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ দিশারী ১৯৫৬ সালে প্রকাশিত হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো, ‘শাহীন (১৯৬২) ও ‘নূহের জাহাজ (১৯৮৩)। এছাড়া তিনি অনুবাদ করেছেন ‘স্বর্গচরণ (১৯৫৯)’ ও ‘দানবীর এন্ড্রুর কার্নেগী (১৯৬২)’ উপন্যাস।

১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারি কবি তালিম হোসেন একাশি বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেন।