করোনা সংক্রমণে বাংলাদেশ এখন বিশ্বে ২৬তম

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ১৯, ২০২১

করোনা ভাইরাস সংক্রমণের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে এখন ২৬তম এবং এশিয়ায় সপ্তম অবস্থানে রয়েছে। এশিয়ায় বাংলাদেশের আগে রয়েছে ভারত, তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ইরাক।

চলতি মাসের অর্থাৎ জুলাইয়ের ৫ তারিখও বাংলাদেশ বিশ্বে ৩০তম এবং এশিয়ায় অষ্টম অবস্থানে ছিল। কিন্তু জুলাইয়ের ৬ তারিখ পাকিস্তানকে পেছনে ফেলে ২৯তম অবস্থানে চলে আসে। ২৮তম অবস্থানে ছিল রোমানিয়া। কিন্তু দুই সপ্তাহ না যেতেই ১৭ জুলাই রোমানিয়াকেও অতিক্রম করে ২৮তম স্থান দখল করে নেয় বাংলাদেশ।

২৮তম অবস্থানে একদিনও স্থির থাকেনি বাংলাদেশ। ১৮ জুলাই সুইডেন ও বেলজিয়ামকে পেছনে ফেলে দেয় বাংলাদেশ। এর মানে বাংলাদেশ করোনা ভাইরাস সংক্রমণের দিক থেকে সারা বিশ্বে এখন ২৬তম অবস্থানে রয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস (বাংলাদেশ সময় ১৮ জুলাই, রাত সাড়ে নয়টা) জানিয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বে এখন বাংলাদেশের অবস্থান ২৬তম (১,১০৩,৯৮৯)।