‘কাজ নয়, নিজেদের বাঁচানোর সময় এখন’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১৮, ২০২০

করোনাভারাইসের এই আতঙ্কের সময় কাজ নয় নিজেদের বাঁচানোর সময় বলে মন্তব্য করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। করোনা আতঙ্কে ইতোমধ্যে বাসার বাইরে সব ধরনের কাজে অংশ গ্রহণ না করারার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

কিছুদিন আগে জাপান গিয়েছিলেন এ তারকা। সেখান থেকে ফিরেই সেচ্ছা হোম কোয়ারেন্টাইনে থাকার কথাও জানালেন তাহসান। তাহসান বলেন, ‘প্রিয় প্রযোজক, পরিচালক ও কনসার্টের আয়োজক- আমি আমার সব কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সামাজিক বিচ্ছিন্নকরণ হলো এ মুহূর্তে সবচেয়ে বড় সমাধান। আশাকরি, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।’

 

আজ তাহসানের একটি নাটকের শুটিংয়ের শিডিউল দেয়া ছিলো বলে জানা গেছে। এছাড়াও চলতি সপ্তাহে বেশ কিছু নাটকেরও শুটিং ছিলো তার। পরিচালকদের তিনি নিজের অপারগতার কথা জানিয়ে বললেন, ‘এখন কাজের সময় নয়; নিজেদের বাঁচানোর সময়।’

 

এদিকে বিশ্বজুড়ে এমন পরিস্থিতি নিয়ে তাহসান আরও বলেন, ‘এখন নিজেকে আলাদা করে রাখাটা আপনার-আমার সবার দায়িত্ব। একমাত্র এর মাধ্যমেই এ সঙ্কট মোকাবিলা করা সম্ভব।’